• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ পেরিয়েও অষ্টাদশী! জন্মদিনে ফাঁস হল এভারগ্রিন রচনার যৌবন ধরে রাখার গোপন রহস্য

Updated on:

Tollywood actress Rachna Banerjee's beauty secret on her birthday

বয়স একটা সংখ্যা! প্রায় পঞ্চাশের কোটায় এসেও একথাই প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। যদিও গোটা বাংলার কাছে এখন তিনি ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No1) নামেই বেশি পরিচিত। ২ অক্টোবর অভিনেত্রীর ৪৯ তম জন্মদিন (Birthday)। প্রতিবারের মতো এ বছরও নিজের বন্ধুবান্ধবদের নিয়ে জমিয়ে সেলিব্রেশানের মেতে ছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় নিজের বার্থডে সেলিব্রেশন এর সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন খোদ অভিনেত্রী নিজেই।

প্রসঙ্গত সময়ের সাথে সাথেই রচনা যেন আরো বেশি সুন্দরী হয়ে উঠছেন। এই বয়সে এসেও তিনি অনায়াসেই দশ গোল দিতে পারেন এখনকার তরুণ প্রজন্মের টলিউড অভিনেত্রীদের। তাঁর রূপের ছটায় বরাবরই মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে এসে তাই অভিনেত্রীর কাছে সকলেরই প্রশ্ন থাকে এই বয়সেও তাঁর এই সৌন্দর্যের সিক্রেট কি? কিভাবে এখনও তিনি ঠিক আগের মতই সুন্দরী?

Tollywood actress Rachna Banerjee's beauty secret on her birthday

অনেকে তো রসিকতা করে বলেন দিদি নাম্বার ওয়ান এর একটার পর একটা সিজন এগিয়ে চললেও বয়স বাড়ে না রচনাব বন্দ্যোপাধ্যায়ের।মঞ্চে উপস্থিত দিদিদের মুখে একথা শুনে লজ্জায় লালা হয়ে যান রচনাও। তবে কথাটা কিন্তু সত্যি। সত্যিই বয়স যেন ছুঁতেই পারেনি এই টলিউড অভিনেত্রীকে। তাই অভিনেত্রীর শাড়ি পরার স্টাইল থেকে শুরু করে তার রূপ-যৌবন ধরে রাখার রহস্য সবকিছু নিয়েই কৌতূহল রয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই।

আরও পড়ুনঃ মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

 

আরও পড়ুনঃ মা ছেলেকে জব্বর টাইট, কোর্টে পর্ণার দাবি শুনেই অক্কা পেল বাবুউউর মা! ফাঁস দুর্ধর্ষ পর্ব

তাই এবার নিজেই নিজের বিউটি সিক্রেট সকলের সাথে ভাগ করে নিলেন রচনা।  শাড়ির বুটিক ‘রচনা ক্রিয়েশন’এর পর মাস দুয়েক আগেই ‘রচনা কেয়ার’ বলে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছিলেন অভিনেত্রী। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত স্কিনকে ভালো রাখতে যা যা প্রয়োজন তার সবটাই মিলবে অভিনেত্রীর রচনা কেয়ার প্রোডাক্টস গুলোতে।

Tollywood actress Rachna Banerjee's beauty secret on her birthday

ওয়ান ইন্ডিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতি এমনটাই জানিয়েছিলেন খোদ অভিনেত্রী নিজেই। রচনা জানিয়েছেন তাঁর  তৈরি রচনা কেয়ারের এই প্রোডাক্টগুলি ভেষজ উপাদান দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিত তৈরি। তাই এতদিন যারা রচনা বন্দ্যোপাধ্যায়ের বিউটি সিক্রেট জানার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্যই এবার নিজের রূপের সমস্ত রহস্য জানিয়ে দিলেন খোদ অভিনেত্রী নিজেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥