Rachana Banerjee opens up about joining Politics: একসময় টলিউড (Tollywood) কাঁপিয়ে এখন ছোটপর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জি বাংলার ‘দিদি নম্বর ১’র (Didi No 1) হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও শুধুমাত্র অভিনয় এবং সঞ্চালনাতেই নিজেকে আটকে রাখেননি অভিনেত্রী। ব্যবসায়ী হিসেবেও ব্যাপক সফল তিনি।
রচনার শাড়ির ব্যবসার কথা অনেকেই জানেন। সম্প্রতি নিজের প্রসাধনী সামগ্রীর ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় রচনা বলেন, অনেকদিন ধরেই তিনি অনুরাগীদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য সামগ্রী তথা অরগ্যানিক বিউটি প্রোডাক্ট আনার কথা ভাবছিলেন। অবশেষে সেই আশা পূরণ হল। সেই একই সাক্ষাৎকারে রাজনীতিতে (Politics) যোগ দেওয়া নিয়েও মুখ খোলেন তিনি।
বিনোদন এবং রাজনীতির দুনিয়ার যোগ বহুদিনের। টলিউডের একাধিক তারকা রাজনীতির দুনিয়ায় নাম লিখিয়েছেন। দেব থেকে শুরু করে সোহম চক্রবর্তী হয়ে নুসরত জাহান, মিমি চক্রবর্তী- সেই তালিকায় নাম রয়েছে টলিউডের একাধিক তারকার। সেই পথেই কি হাঁটতে চলেছেন বাংলার ‘দিদি নম্বর ১’?
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে রচনাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর কাছে পলিটিক্সে যোগ দেওয়ার অফার বহুবার এসেছে। তবে তিনি রাজি হননি। কারণ শ্যুটিং এবং ব্যবসার সামলে সময় করে উঠতে পারেননি তিনি। তবে আগে রাজি হননি মানে পরবর্তীকালেও রচনা রাজি হবেন না এমনটা কিন্তু নয়।
আরও পড়ুনঃ মিঠাই সিরিয়ালের দৌলতে সকলের প্রিয়, পর্দার প্রফেসর ‘শ্রীতমা’র বাস্তবে বিদ্যার দৌড় কতদূর?
আরও পড়ুনঃ সোহাগ জল শেষ হতেই ধামাকাদার কামব্যাক! নতুন রূপে চমকে দিলেন পর্দার ‘ঝিলিক’ শ্রীতমা
রচনা জানান, ‘তবে ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। ভবিষ্যতে হয়তো রাজনীতিতে আসতেও পারি’। অর্থাৎ ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকাকে ভবিষ্যতে রাজনীতির ময়দানে দেখা গেলে খুব অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। কারণ এই বিষয়ে তিনি নিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন।
প্রসঙ্গত, রচনা এখনও রাজনীতিতে যোগ না দিলেও তাঁর সমসাময়িক অনেকেই কিন্তু সেই দুনিয়ার অংশ হয়ে উঠেছেন। শতাব্দী রায়, দেবশ্রী রায়রা বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। এখনও সেই তালিকায় নাম ওঠেনি রচনার। তবে ভবিষ্যতে তাঁকেও কিন্তু রাজনীতির মাঠে দেখতেই পারেন অনুরাগীরা।