• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই সিরিয়ালের দৌলতে সকলের প্রিয়, পর্দার প্রফেসর ‘শ্রীতমা’র বাস্তবে বিদ্যার দৌড় কতদূর?

Mithai fame Shreetama actress Diya Mukherjee’s educational qualification: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অভিনেত্রী দিয়া মুখার্জি (Diya Mukherjee) হলেন বেশ পরিচিত মুখ। ছোট পর্দা দর্শকদের কাছে যদিও তিনি জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের শ্রীতমা মোদক (Shreetama Modak) ছোট করে শ্রী নামেই বেশি পরিচিত। প্রসঙ্গত মিঠাই সিরিয়ালে শ্রীতমা পেশায় হয়েছিলেন একজন প্রফেসর। পড়াশোনায় যাকে বলে ভীষণ মেধাবী এক ছাত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

যার জন্য সিরিয়ালে শ্রীর বড় রাতুল তাকে প্রফেসর বলে ডাকতো। কিন্তু জানেন বাস্তবে এই অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতদূর? আজকের প্রতিবেদনে সেকথাই জানাবো আপনাদের। জানা যায় মিঠাই সিরিয়ালের শ্রীর মতোই দিয়েও কিন্তু বাস্তব জীবনে পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস। পর্দার মিঠাইরানির এই মিষ্টি ননদ সিরিয়ালের শুটিংয়ের জন্য ব্যস্ত সিডিউল থাকায় পড়াশুনা করেছেন ডিস্ট্যান্সে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sritama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,শিক্ষাগত যোগ্যতা,Educational Qualification

উত্তরাখন্ড ইউনিভার্সিটি থেকেই সাইকোলজি অনার্স পড়াশোনা করছেন অভিনেত্রী। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার পর একে একে কাজে ফিরেছেন এই সিরিয়ালের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন শ্রী অভিনেত্রী দিয়াও।

এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালেনা ফিরলেও, মিঠাই শেষের পর ইতিমধ্যেই ‘ভালোবাসারএকশোটি উপয়’ নাম একটি শর্ট ফিল্মে (Short Film) অভিনয় করেছেন দিয়া।এই ছবির মধ্যে দিয়েই নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী। এই সুখবর দিয়া  নিজেই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sritama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,শিক্ষাগত যোগ্যতা,Educational Qualification

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন টিমের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন , ‘গতকাল রাতে আমাদের শ্যুটিং শেষ হল’। সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, এখনও অবধি তাঁকে যে ধরণের চরিত্রে দেখা গিয়েছে, এই প্রোজেক্টে তাঁকে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sritama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,শিক্ষাগত যোগ্যতা,Educational Qualification

একটি নামী সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘মিঠাই’ শেষের পর একটি শর্ট ফিল্মে (Short Film) অভিনয় করেছেন দিয়া। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির মাধ্যমে নিজের কেরিয়ারের একটি নতুন ইনিংস শুরু করলেন তিনি। কারণ এর আগে অভিনেত্রীকে কখনও শর্ট ফিল্মে অভিনয় করতে দেখেননি দর্শকরা। দিয়া এই সুখবর শেয়ার করার সঙ্গেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।