• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোহাগ জল শেষ হতেই ধামাকাদার কামব্যাক! নতুন রূপে চমকে দিলেন পর্দার ‘ঝিলিক’ শ্রীতমা

Published on:

Jhilik actress Sritama Bhattacharjee comeback as Putul in new serial Kar Kache koi Moner Kotha

Sritama Bhattacharjee comeback as Putul in new serial Kar Kache koi Moner Kotha: বাংলা টেলিভিশনের পর্দায় এখন প্রায় প্রতিমাসেই মুড়ি-মুড়কির মতো আসছে একের পর এক নতুন সিরিয়াল (New Serial)। যার ফলে টিআরপির অভাবে ধুঁকতে ধুঁকতে অসময়েই শেষ হয়ে যাচ্ছে অন্যান্য জনপ্রিয় সিরিয়ালগুলি। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। সম্প্রতি তেমনই জি বাংলার (Zee Bangla) পর্দায় সাত মাসের সফর শেষ করে বিদায় নিয়েছে বহু চর্চিত ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)

এই ধারাবাহকেই নায়িকা জুঁইয়ের ননদের  চরিত্রে অভিনয় করছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীতমা রায় (Sritama Bhattacharjee)।  যিনি ছোট পর্দার ঝিলিক (Jhilik) নামেই বেশি পরিচিত। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’তে ঝিলিকের বড়বেলার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা। সেই থেকেই দর্শকদের কাছে তিনি ঝিলিক নামেই বেশি পরিচিত।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঝিলিক,Jhilik,সোহাগ জল,Sohag Jol,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,কার কাছে কই মনের কথা,Kar Kache koi Moner Kotha,সিরিয়াল,New Serial,জী বাংলা,Zee Bangla,পুতুল,Putul,নতুন চরিত্র,New Role

পরবর্তীতে ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে নায়িকা মেঘলার  দিদি তিতিরের চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন শ্রীতমা।  তবে এই সিরিয়ালে তিতিরের চরিত্রটি ছিল নেগেটিভ। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন ‘দেবী চৌধুরানী’, ‘গ্রামের রানী বীণাপাণি’, ‘কাদম্বিনী’র  মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে।  তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত রাজনীতিতে আসার পর বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন শ্রীতমা। তবে এখন আবার পুরোদমে অভিনয়ে ফিরে এসেছেন তিনি। বিরতি কাটিয়ায় ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এবং ‘লালকুঠি’ সিরিয়ালেও  অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর সম্প্রতি ‘সোহাগ জল’ শেষ হওয়ার পরেই নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache koi Moner Kotha) হাত ধরে একেবারে নতুন ধরনের একটি চরিত্র নিয়ে ফিরে এসেছেন শ্রীতমা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঝিলিক,Jhilik,সোহাগ জল,Sohag Jol,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,কার কাছে কই মনের কথা,Kar Kache koi Moner Kotha,সিরিয়াল,New Serial,জী বাংলা,Zee Bangla,পুতুল,Putul,নতুন চরিত্র,New Role

ধারাবাহিকের নায়কের দিদি পুতুলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীতমাকে। ধারাবাহিকে শ্রীতমা  অভিনীত এই  চরিত্রটি মানসিক ভারসাম্যহীন। প্রসঙ্গত ইতিপূর্বে এই একই ধরনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘জলনূপুর’ সিরিয়ালে তাঁর অভিনীত ‘পারি  পাগলি’র চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঝিলিক,Jhilik,সোহাগ জল,Sohag Jol,শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,কার কাছে কই মনের কথা,Kar Kache koi Moner Kotha,সিরিয়াল,New Serial,জী বাংলা,Zee Bangla,পুতুল,Putul,নতুন চরিত্র,New Role

পরবর্তীতে সেই চরিত্রের অনুকরণে ধুলোকণা সিরিয়ালেও মিনি দিদির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। আর এবার এই একই ধরনের পুতুল চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। ধারাবাহিকের প্রথম দিনেই তাঁর অভিনয় দেখে দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পারি পাগলিকে নকল করার দাবি করে কেউ অভিনেত্রীকে ট্রোল করেছেন আবার কেউ এমন একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাঁর দারুণ প্রশংসাও করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥