• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোলগালই বেশী সুন্দর লাগতো! ওজন কমিয়ে ট্রোলড হতেই যোগ্য জবাব দিলেন ঐন্দ্রিলা

Published on:

Oindrila Sen trolled on social media for her slim figure

Oindrila Sen reaction about social media trolls: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের (Troll) মুখে পড়া তারকাদের কাছে এখন প্রায় জল ভাতে পরিণত হয়েছে। পান থেকে চুন খসলেই ইদানিং তারকাদের খুঁটিনাটি বিষয় নিয়ে খুঁত ধরার জন্য বসে থাকে কয়েক জোড়া চোখ। যা দেখে কেউ নিন্দুকদের মুখে পাল্টা জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দেয় আবার অনেকে কোনো জবাব না দিয়েই জাস্ট এড়িয়ে যান।

তবে প্রিয় অভিনেতারা কে কি পড়ছেন? কোথায় যাচ্ছেন? কার সাথে যাচ্ছেন সমস্ত আপডেট যেন হাতের মধ্যে থাকে নেটিজেনদের। কেউ অতিরিক্ত মোটা হলেও তাদের সমস্যা, আবার কেউ রোগা হলেও তাদের মাথাব্যথার  শেষ থাকে না।  এই কিছুদিন আগেই ওভার ওয়েটের  জন্য নেটিজেনদের একাংশ তুমুল ট্রোল করতেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে (Oindrila Sen)।

Tollywood actress Oindrila Sen trolled on social media for her slim figure

তবে সম্প্রতি নিজেকে একেবারে আমল বদলে ফেলেছেন এই অভিনেত্রী।  গোলগাল চেহারা থেকে একেবারে ছিপছিপে চেহারায় ফিরে এসেছেন অভিনেত্রী। কিন্তু তা নিয়েও মাথা ব্যাথার শেষ নেট পাড়ার বাসিন্দাদের একাংশের। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দুর্দান্ত ট্রান্সফর্মেশনের ২ টি ছবি শেয়ার করেছিলেন। ঐন্দ্রিলা

টলিউড,Tollywood,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,রোগা চেহারা,Slim Figure

সরু ফিতের নীল ছাপা একটি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে তার ওজন আগের থেকে কমে গিয়েছে। তার জন্য নেটিজেনদের অনেকে আবার মন্তব্য করেছেন ঐন্দ্রিলাকে নাকি আগের গোলগাল চেহারাতেই বেশি ভালো।

আরও পড়ুনঃ পরকীয়া-বহুবিবাহ দেখিয়ে তুমুল ট্রোলড! রাতারাতি বন্ধ করা হল ‘গুড্ডি’, ‘এক্কাদোক্কা’র শ্যুটিং

টলিউড,Tollywood,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,রোগা চেহারা,Slim Figure

আরও পড়ুনঃ কে বলল সবাই জি হুজুরি করেন? মুকুট বিতর্কে যুধাজিৎকে একহাত নিলেন শ্রাবণী-ত্বরিতা

লাগতো সেকথা জানিয়েই এক নেটিজেনদের মন্তব্য ‘তোমাকে মোটা তে বেশি সুন্দর লাগতো। এখন কেমন যেন হয়ে গেছো।’ তো আবার কেউ লিখেছেন ‘যেটা চাইছিলাম না সেটাই হলো, কি সুন্দর গোলগাল তা দিলে মাটি করে’।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রীঐন্দ্রিলার সাথে। এপ্রসঙ্গে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন ‘আমার চেহারা। আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথা শুনব কেন। সত্যি বলতে আমি এত মন্তব্য পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥