• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরকীয়া-বহুবিবাহ দেখিয়ে তুমুল ট্রোলড! রাতারাতি বন্ধ করা হল ‘গুড্ডি’, ‘এক্কাদোক্কা’র শ্যুটিং

Published on:

Why Star Jalsha Bengali serials Guddi and Ekka Dokka shooting suddenly stopped

Guddi Ekka Dokka Shooting Closed: স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় দুই ধারাবাহিক (Bengali Serial) হল ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) এবং ‘গুড্ডি’ (Guddi)। ‘এক্কাদোক্কা’ টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে থাকলেও, ‘গুড্ডি’ সেই লিস্টে জায়গা করে নিতে পারেনি। তবে এই সিরিয়াল বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। পরকীয়া দেখিয়ে একাধিকবার ট্রোলের শিকার হয়েছে এই সিরিয়াল।

বহুবার ‘গুড্ডি’ বন্ধ করার ডাকও তুলেছেন দর্শকরা। যদিও এতদিন তেমনটা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে এবার জানা গেল, আচমকা এই দুই সিরিয়ালের শ্যুটিং (Shooting) বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার জানা যায়, ‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’র শ্যুটিং বন্ধ করা হয়েছে। এই খবর সামনে আসতেই চিন্তায় পড়ে যান একাধিক সিরিয়ালপ্রেমী মানুষ।

Guddi and Ekka Dokka, Guddi and Ekka Dokka serial, Guddi and Ekka Dokka shooting stopped

স্টার জলসায় সম্প্রচারিত এই দুই জনপ্রিয় ধারাবাহিকের লেখিকা হলেন লীনা গঙ্গোপাধ্যায়। বাংলা টেলিভিশনের একাধিক আইকনিক সিরিয়াল লিখেছেন তিনি। তবে হঠাৎ কি এমন হল যে লীনা গঙ্গোপাধ্যায়ের দুই সিরিয়ালেরই শ্যুটিং বন্ধ করে দেওয়া হল?

‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’র শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার খবর সামনে আসায় অনেকের মনেই আভ্যন্তরীণ বিতর্কের কথা এসেছিল। চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের কোনও সমস্যা হল কিনা সেই প্রশ্নও জেগেছিল অনেকের মনে। তবে অবশেষে জানা গেল আসল কারণ।

Guddi and Ekka Dokka, Guddi and Ekka Dokka serial, Guddi and Ekka Dokka shooting stopped

কোনও বিতর্ক বা ঝামেলা কিছুই হয়নি। বরং ‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’র শ্যুটিং বন্ধ হওয়ার কারণটা একটু অন্যরকম। জানা গিয়েছে, আগামী ৪ দিন এই দুই সিরিয়ালের শ্যুটিং হবে না। তবে সেই কারণে সিরিয়ালের সম্প্রচারে কোনও প্রভাব পড়বে না। কারণ সিরিয়ালগুলির বেশ কিছু পর্ব স্টক করা আছে। সেগুলিই সম্প্রচারিত হবে টিভির পর্দায়।

আসলে ‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’র লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) কয়েকদিনের জন্য কাশ্মীর যাচ্ছেন। ‘জল নূপুর’ সিরিয়ালের হিন্দি ভার্সন আসতে চলেছে। সেই সিরিয়ালের শ্যুটিংয়ের অবস্থান দেখতে ভূস্বর্গে যাচ্ছেন লেখিকা। আর সেই কারণেই ‘গুড্ডি’ এবং ‘এক্কাদোক্কা’র শ্যুটিং আগামী ৪ দিন বন্ধ থাকতে চলেছে। লীনা গঙ্গোপাধ্যায় ফিরে এলেই ফের পুরো দমে শুরু হয়ে যাবে সিরিয়ালের কাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥