• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্লাউজ ছাড়াই দুর্গা সেজে হাজির! ‘মহানায়িকা’ নুসরতের ভিডিও দেখে রাগে ফুঁসছে নেটিজেনরা

টলিউডের (Tollywood) সুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan) এবং বিতর্ক যেন এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের সাত দিনই কোনও না কোনও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। মহালয়ার দিনও এর ব্যতিক্রম হল না। দেবীপক্ষের শুরুতেই দুর্গা (Durga) সেজে তুমুল ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

মহালয়া (Mahalaya) উপলক্ষ্যে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। নুসরতও ব্যতিক্রম নন। গতকাল দুর্গা বেশে নিজের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। আর সেই পোস্ট দেখেই নেটিজেনদের একাংশ বেজায় চটে যান টলি নায়িকার ওপর। সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার হন তিনি।

   

Nusrat Jahan, Nusrat Jahan Independence Day, Nusrat Jahan trolled

এখন প্রশ্ন উঠতেই পারে কী এমন ছিল নুসরতের পোস্টে? আসলে মহালয়ার দিন লাল পাড় সাদা শাড়ি পরে এয়োঁ স্ত্রী রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। হাতে শাঁখা-পলা, সিঁথিতে চওড়া লাল সিঁদুরে বেশ সুন্দরী দেখাচ্ছিল টলি নায়িকাকে। কিন্তু বিপত্তি বাঁধে ব্লাউজের কারণে।

আরও পড়ুনঃ টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়ল দর্শকেরা

নুসরতের শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, তাঁর পরনে কোনও ব্লাউজ নেই। সেই অবস্থাতেই ‘আই গিরি নন্দিনী’ গানে নাচতে নাচতে অসুর বধ করতে দেখা যায় অভিনেত্রীকে। এই দৃশ্য দেখেই বেজায় চটে যান নেটাগরিকদের একাংশ। কারোর দাবি, ‘সেকুলার সাজার ভান’ করছেন নুসরত। কেউ আবার ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করেন অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ পর্দায় ফিরছে ‘ভালোবাসা ডটকম’ জুটি, রাজা-মধুবনী জুটির প্রমো দেখে উচ্ছসিত দর্শকেরা

Nusrat Jahan, Nusrat Jahan as Maa Durga, Nusrat Jahan trolled on Mahalaya

তবে সবাই যে নুসরতকে কটাক্ষ করেছেন এমনটা কিন্তু নয়। অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে দুর্গা বেশে দেখে প্রশংসায় ভরিয়ে রয়েছেন। কেউ টলি নায়িকাকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার নুসরতের সাজের তারিফ করে লেখেন, ‘গর্জিয়াস’।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


প্রসঙ্গত, ২০১১ সালে ‘শত্রু’ ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করেছিলেন নুসরত। সেই ছবিতে সুপারস্টার জিতের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ‘খোকা ৪২০’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেন তিনি। সেই সঙ্গেই ঘুরে যায় অভিনেত্রীর  ভাগ্যের চাকা। আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সেই সঙ্গেই নুসরত একজন নামী রাজনীতিবিদও।