• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বশুর-শাশুড়ির সাথে ছবি নেই কেন? এতদিনে নিজেই আসল কারণ জানালেন নুসরত

Updated on:

Nusrat Jahan on why she never shares pictures with Yash Dasgupta parents

সপ্তাহের সাতদিনই কোনও না কোনও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন টলি (Tollywood) সুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan)। সাংসদ-অভিনেত্রীর কর্মজীবনের থেকে অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। সম্প্রতি আবার আর একটি বিষয় নজর কেড়েছে সকলের। যশের (Yash Dasgupta) মা-বাবার সঙ্গে কেন নুসরত ছবি তোলেন না সেই প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছিলেন নুসরত। সেখানে অনুরাগীদের একাধিক প্রশ্নের জবাব দেন টলি সুন্দরী। ব্যক্তিগত জীবন সম্বন্ধিত বেশ কিছু প্রশ্নেরও উত্তর দিতে দেখা যায় তাঁকে। সেখানেই একজন অনুরাগী নুসরতকে প্রশ্ন করেন, কেন যশের মা-বাবার (Parents) সঙ্গে ছবি তোলেন না তিনি?

Yash Dasgupta and Nusrat Jahan, Yash Dasgupta and Nusrat Jahan production house, YD Films

যশের সঙ্গে সম্পর্ক, তাঁদের বিয়ে থেকে শুরু করে ছেলে ঈশানের জন্ম নিয়ে একটা সময় প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। ২০২১ সালে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ওপর দিয়ে প্রচুর ঝড়ও বয়ে গিয়েছে। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় প্রায়ই যশের সঙ্গে ছবি শেয়ার করেন নুসরত। তবে অভিনেতার পরিবারের সঙ্গে কখনওই ফ্রেমবন্দি হতে দেখা যায় না তাঁকে।

আরও পড়ুনঃ সমস্ত শয়তানি ফাঁস, এবার জেলে যাবে মিশকা! দীপার বুদ্ধি দেখে সাবাশ বলছে দর্শকেরা

সম্প্রতি নুসরতকে এই বিষয়ে এক নেটিজেন জিজ্ঞেস করেন, ‘আপনি যশের মা-বাবার সঙ্গে কখনও কেন ছবি তোলেন না?’ জবাবে একটি হাসির ইমোজি সহযোগে অভিনেত্রী লেখেন, ‘সব মা-বাবাই ক্যামেরা দেখে লজ্জা পায়’।

আরও পড়ুনঃ অত্যাচারী পরাগকে ছেড়ে শতদ্রুর কাছে ফিরবে শিমুল! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্ব

Nusrat Jahan on Yash Dasgupta parents

আর একজন নেটাগরিক আবার নুসরতকে তাঁর ফিটনেস সিক্রেটের বিষয়ে জিজ্ঞেস করেন। সেই উত্তরে টলি নায়িকা লেখেন, ‘প্রচুর পরিশ্রম এবং শৃঙ্খলা’। অন্য একজন আবার জানতে চান, নুসরত যদি তাঁর জীবন থেকে কিছু মুছে ফেলতে চান তাহলে সেটা কী হবে? জবাবে অভিনেত্রী সাফ বলেন, ‘কিছুই না। যা হয়েছে ভুলে যাও’।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। ফ্ল্যাট নিয়ে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও নুসরত প্রতারণার সকল দাবি উড়িয়ে দিয়েছিলেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, তদন্তের কাজে তিনি সব ধরণের সাহায্য করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥