• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অত্যাচারী পরাগকে ছেড়ে শতদ্রুর কাছে ফিরবে শিমুল! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্ব

Updated on:

Kar Kache Koi Moner Kotha,Zee Bangla,Shimul,Shatatru,কার কাছে কই মনের কথা,শিমুল,জি বাংলা,বাংলা সিরিয়াল,বাংলা মেগা

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। শুরু থেকেই সমাজে মেয়েদের জীবনের বাস্তবতা কেমন সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাড়ির চাপে পরে নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পরাগের সাথে বিয়ের পিঁড়িতে বসেছে শিমুল।

বিয়ের পর বরের ভালোবাসা পাওয়ার আশা থাকলেও আদতে হয়েছে একেবারেই তার উল্টো। শ্বশুর বাড়িতে শাশুড়ি থেকে দেওর সকলে মাইল দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করতে শুরু করে তাকে। এদিকে স্বামীও রোজ রাতে নিজের খিদে টুকু মিটিয়ে নিতে জানে। আর জানে অযথা সন্দেহ করতে ও বৌয়ের গায়ে হাত তুলতে। যদিও চুপ থাকেনি শিমুল গর্জে উঠেছে নিজের মত করে।

Zee Bangla Kar Kache Koi Moner Kotha Parag gets to know about Shimul’s ex boyfriend

হাজারো অপমান সত্ত্বেও নিজের গয়না বন্ধক শাশুড়িকে তীর্থে পাঠিয়েছিল শিমুল। তারপর থেকেই একেবারে পাল্টে গিয়েছে শাশুড়ির মন। যাকে উঠতে বসতে দুরছাই করতে সেই শিমুলের জন্যই আজ মন কাঁদছে শাশুড়ির। তিক্ততার সম্পর্ক ঘুঁচিয়ে এবারে শাশুড়ির মন জয় করতে সক্ষম হয়েছে শিমুল।

আরও পড়ুনঃ আদরে বাঁদর ছেলে! ‘ইচ্ছে পুতুল’এ রুপের অধঃপতন দেখে মা’কেই দুষছেন দর্শকেরা

সম্প্রতি সিরিয়ালের নতুন এক প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে আরও ভালো হতে চলেছে মধুবালা-শিমুলের সম্পর্ক। কিন্তু শাশুড়ির মন জিতলেও স্বামীর কাছে আজও অবহেলিত শিমুল। শুধু তাই নয়, এর ওপর প্রাক্তন প্রেমিক শতদ্রু নিজের বোনের বিয়েতে নিমন্ত্রণ করতে বাড়ি এসেছিল। সেই নিয়েও নোংরা অপবাদ দেওয়া হয় শিমুলকে।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! কূটকচালি নয় আসছে ভুতুড়ে প্রেমকাহিনী, ভাইরাল ‘তুমি আশেপাশে থাকলে’র ট্রেলার

এবার হয়তো আগামী কিছু পর্বের মধ্যেই দেখা যাবে শতদ্রুর বোনের বিয়েতে হাজির হয়েছে শিমুল। আর সেখানেই হয়তো নতুন করে তাঁর জীবনে ফায়ার আসার জন্য প্রস্তাব দেবে শতদ্রু। এর জন্য পরাগের সাথে বিবাহ বিচ্ছেদ করে নতুন করে জীবন শুরুর প্রস্তাব দেবে শতদ্রু। কিন্তু শিমুল এই প্রস্তাব ফিরিয়ে দেবে।

তবে, বাড়িতে দিন দিন বাড়তে থাকা অত্যাচার কতদিন সহ্য করবে শিমুল? নাকি ডিভোর্স দিয়ে পুরোনো প্রেমিকের সাথে শুরু হবে শিমুলের জীবনের নতুন অধ্যায়? না না বেশি চিন্তার কারণ নেই। এমনটা ঘটতে চলেনি। এসবই দর্শকদের অনুমান মাত্র। এখন অপেক্ষা আগামী পর্বগুলোতে কি হতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥