• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু’বছরে পা দিল যশ-নুসরত পুত্র! অদেখা ছবি শেয়ার করতেই ‘মহানায়িকা’র ছেলেকে শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

Published on:

Nusrat Jahan Yash Dasgupta Ishaan 2nd birthday

Nusrat Jahan son Yishaan 2nd Birthday : টলি (Tollywood) অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে প্রায়শয়ই সংবাদের বিষয়বস্তু হয়ে ওঠেন তিনি। যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে বিয়ে থেকে শুরু করে ছেলে ঈশানের (Yishaan Dasgupta) জন্ম- টলি সুন্দরীর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া হয়ে বহুবার। তবে কুমন্তব্যকে পাত্তা না দিয়ে স্বামী-ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।

নুসরতের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই তাঁর পারিবারিক জীবনের নানান মুহূর্তের ঝলক দেখতে পাওয়া যায়। কখনও স্বামীর সঙ্গে তোলা ছবি শেয়ার করেন তিনি, কখনও আবার ছেলের সঙ্গে ক্যামেরাবন্দি হন। সম্প্রতি যেমন অভিনেত্রীর ছেলে ঈশান (Yishaan Dasgupta Birthday) দু’বছরে পা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন তিনি।

Tollywood couple Yash Dasgupta Nusrat Jahan opened their production house YD Films

২০২১ সালের আগস্ট মাসে নুসরতের কোল আলো করে আসে তাঁর ছেলে (Nusrat Jahan Son) ঈশান। সেই সময় প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। ঈশানের বাবা কে? প্রাক্তন স্বামী নিখিল জৈন নাকি চর্চিত প্রেমিক যশ দাশগুপ্ত? তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। পরে জানা যায়, নুসরতের সন্তানের পিতা নিখিল নন, বরং যশ। এরপর থেকে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি এই দুই টলি তারকা। একসঙ্গে ঈশানকে বড় করে তুলছেন তাঁরা।

আরও পড়ুনঃ সব জেনেও মুখে কুলুপ! সোনা-রূপার কষ্টের জন্য সূর্য নয় লাবণ্যকে ধুয়ে দিল দীপা

শুক্রবার মধ্যরাতে যেমন ছেলের দু’বছরের জন্মদিন সেলিব্রেশনের একটি ছবি শেয়ার করেন নুসরত। সেই ছবিতে জঙ্গল থিমের একটি কেক দেখতে পাওয়া যাচ্ছে। তাতে লেখা রয়েছে ‘শুভ জন্মদিন ঈশান’। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দু’বছরে পা দিল ঈশান। আপনারা আশীর্বাদ করুন’। স্বামী যশকেও এই ছবিতে ট্যাগ করেছেন টলি সুন্দরী।

আরও পড়ুনঃ মেয়ে হলেও কাঁপাতেন ছোটপর্দা! মেয়েরূপী এই ১০ বাংলা টেলি নায়কের ছবি না দেখলে চরম মিস

Nusrat Jahan Yash Dasgupta son, Yishaan Dasgupta birthday

প্রসঙ্গত, মা হওয়ার পর থেকে নুসরতকে সেভাবে পর্দায় দেখা যায়নি। ছেলেকে নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী। তবে শীঘ্রই ফের বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। নুসরতের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। আপাতত ছবি, রাজনীতি এবং সংসার নিয়েই ব্যস্ত আছেন টলি সুন্দরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥