• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব জেনেও মুখে কুলুপ! সোনা-রূপার কষ্টের জন্য সূর্য নয় লাবণ্যকে ধুয়ে দিল দীপা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa gets angry with Labanya

Anurager Chhowa Deepa blaims Labayna for Sona-Rupa’s Suffering : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি যেন দিন দিন আরও বেশি পরিমাণে একঘেয়ে হয়ে যাচ্ছে। এক বছর হতে চলল নায়ক-নায়িকার মধ্যে ঝামেলা চলছে। দর্শকদের বারংবার অনুরোধ সত্ত্বেও কিছুতেই সূর্য (Surjya)-দীপার (Deepa) মিল দেখাচ্ছেন না দর্শকরা। সম্প্রতি তো আবার সূর্য জানিয়েছে সে মিশকাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে চায়।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়, সেরা ডাক্তারের পুরস্কার পেয়েছে সূর্য। পুরস্কার গ্রহণ করার পর সবাইকে ছেড়ে সোনার (Sona) নাম নেয় সে। মঞ্চে উঠে সকলের সামনে বলে, সোনা তার দত্তক মেয়ে। একথা শুনে প্রচণ্ড রেগে যায় সোনা। সবার সামনে সে চিৎকার করে বলে, সে মোটেই সূর্যর দত্তক মেয়ে নয়, বরং নিজের মেয়ে। সে এবং রূপা (Rupa) দু’জনেই সূর্যর মেয়ে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya gets best doctor award

একথা শোনার পরেই সূর্য-দীপাকে সংবাদমাধ্যমের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়। কিন্তু মিশকার (Mishka) কথা শুনে সূর্য সেখান থেকে বেরিয়ে যায়। জয় (Joy) আটকাতে চাইলেও সে কোনও কোনও কথা শোনে না। এরপরেই দেখানো হয়, সেনগুপ্ত বাড়িতে এসে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়েছে দীপা।

আরও পড়ুনঃ মেয়ে হলেও কাঁপাতেন ছোটপর্দা! মেয়েরূপী এই ১০ বাংলা টেলি নায়কের ছবি না দেখলে চরম মিস

Anurager Chhowa, Anurager Chhowa Labanya and Deepa fight

এতদিন দর্শকরা সূর্যকে রুদ্র রূপ ধারণ করতে দেখেছে। এবার দীপার রুদ্র রূপ দেখলেন তাঁরা। শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি লাবণ্যর (Labanya) দিকে আঙুল তুলে চেঁচিয়ে ওঠে সে। এসবের জন্য হয়তো সে শাশুড়িকেই দোষারোপ করছে। কারণ জন্মের পর সোনা-রূপাকে আলাদা করেছিলেন তিনিই। শুধু তাই নয়, সব সত্যি জানা সত্ত্বেও মুখ কুলুপ এঁটে রেখেছে লাবণ্য। ছেলেকে কিছুই জানাচ্ছে না।

আরও পড়ুনঃ ভয়ংকর শাশুড়ি বাস্তবে হয়? পর্দার শ্বাশুড়ীকে নিয়ে মুখ খুললেন ‘শিমুল’ মানালি

সব মিলিয়ে এবার শাশুড়ির ওপর ক্ষোভে ফেটে পড়ে দীপা। এরপরে সে সোনার যাবতীয় জিনিস নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপা চায় না তার সন্তানের কোনও চিহ্ন সূর্যর বাড়িতে থাকুক। তাহলে কি এভাবেই ভেঙে যাবে সূর্য-দীপার সম্পর্ক? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? জানা যাবে আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥