• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে হলেও কাঁপাতেন ছোটপর্দা! মেয়েরূপী এই ১০ বাংলা টেলি নায়কের ছবি না দেখলে চরম মিস

Fanmade Ladies verison of Serial Actors : বাংলা সিরিয়ালের অভিনেতা (Bengali Serial Actor) মানেই দর্শকদের মনের খুব কাছের। স্টার জলসা, জি বাংলার ধারাবাহিকে অভিনয় করেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সূর্য, স্বয়ম্ভূ, সৃজনরা। তাঁদের প্রেমে হাবুডুবু খান বহু বঙ্গ তনয়া। তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনার প্রিয় টেলি নায়ক যদি মেয়ে (Girl) হতেন তাহলে কেমন দেখতে হতো? সম্প্রতি নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) ১০ জনপ্রিয় নায়কের (Hero) মেয়েরূপী ছবি। চলুন এক ঝলকে সেগুলি দেখে নেওয়া যাক।

সূর্য (Surjya)- স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক সূর্য অনেক মেয়েরই ক্রাশ। সুদর্শন এই অভিনেতার প্রেমে পাগল বহু পুরুষ। সেই সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত মেয়ে হলে কেমন দেখতে হতেন দেখে নিন।

   

Anurager Chhowa Surjya as girl, Dibyojyoti Dutta

সৃজন (Srijan)- ‘নিম ফুলের মধু’র বাবু তথা সৃজনের চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা রুবেল দাস। হ্যান্ডসাম সেই নায়ক মেয়ে হলে তাঁর প্রেমে কিন্তু হাবুডুবু খেতেন বহু পুরুষ।

আরও পড়ুনঃ রেড অ্যালার্ট! তিন্নি বিদায় নিতেই পর্ণার জীবনে নতুন শত্রু, টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Neem Phooler Madhu Srijan, Rubel Das

স্বয়ম্ভূ (Swayambhu)- বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’র নায়ক স্বয়ম্ভূর মেয়েরূপী ছবিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, অভিনেতা সৌম্যদীপ মুখার্জি যদি মেয়ে হতেন তাহলেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগতো তাঁকে।

আরও পড়ুনঃ TRP’র দেখা নেই, রাতারাতি ‘তুঁতে’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা! মাথায় বাজ দর্শকদের

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee

নীল (Neel)- ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের নায়ক নীল তথা টেলি অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে এই তালিকায়। মেয়ে হিসেবে মৈনাককে যে বেশ অন্য রকম দেখাতো তা ছবি দেখেই পরিষ্কার।

Icche Putul serial Neel as girl, Mainak Banerjee

রোহিত (Rohit)- ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক রোহিত তথা টেলি অভিনেতা অভিষেক বসু যদি মেয়ে হতেন তাহলেও বহু মানুষের হৃদয়হরণ করতেন তিনি। মেয়েরূপী অভিষেকের ছবি দেখে সেকথা কিন্তু বেশ বোঝা যাচ্ছে।

Phulki serial Rohit as girl, Abhishek Basu

আকাশনীল (Akashneel)- ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় ডেবিউ করেছেন অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। সুদর্শন এই নায়ক অল্প সময়ের মধ্যেই মহিলামহলে জনপ্রিয়তা আদায় করে নিয়েছেন। সেই সৌরজিৎ মেয়ে হলেও কিন্তু বেশ সুন্দরী হতেন।

Sandhyatara serial Akashneel, Saurojit Banerjee

পরাগ (Parag)- ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের নায়ক পরাগের নামও এই লিস্টে রয়েছে। যদিও দর্শকদের একাংশের মতে, পরাগ নায়ক নন, বরং ভিলেন! সেই যাই হোক অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে কিন্তু মেয়ে হিসেবে বেশ আকর্ষণীয় লাগছে।

Kar Kache Koi Moner Kotha Parag as girl, Drronn Mukherjee

অনির্বাণ (Anirban)- ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকের অনির্বাণ ওরফে অভিনেতা প্রতীক সেনকে মেয়ে হিসেবে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। একটি ধারাবাহিকেই মহিলা রূপ ধারণ করেছিলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল, প্রতীককে মেয়ে হিসেবেও দেখতে বেশ সুন্দর লাগতো।

Ekka Dokka Anirban as girl, Pratik Sen

ঋদ্ধি (Riddhi)- জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের মেয়ে রূপী ছবিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে। ‘গাঁটছড়া’ নায়ককেও কিন্তু মেয়ে হিসেবে বেশ সুন্দরী লাগতো।

Gaatchora Riddhi as girl, Gourab Roy Chowdhury

কুশ (Kush)- এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘রাঙা বউ’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী শ্রুতি দাস।

Ranga Bou Kush as girl, Gourab Roy Chowdhury

গৌরব আবার অনেক মেয়ের ক্রাশও। সেই অভিনেতাই যদি মেয়ে হতেন তাহলে তিনি যে অনেক পুরুষের ক্রাশ হতেন তা তাঁর মেয়েরূপী ছবি দেখেই পরিষ্কার।