• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কত বোতল তেল লেগেছে?’ চকচকে ‘তৈলাক্ত’ চেহারার ফটোশুট প্রকাশ্যে আসতেই ট্রোলেড সুন্দরী মিমি

Updated on:

Mimi Chakraborty,Trolled,Tollywood,Actress,Tollywood actress,Tollywood news,মিমি চক্রবর্তী,ট্রোলড,টলিউড,অভিনেত্রী,টলিউড অভিনেত্রী,টলিউডের খবর,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Mimi Chakraborty Video

বিনোদন দুনিয়ার তারকা মানেই তিনি সর্বদা থাকবেন লাইমলাইটে। তাঁর হাঁটার স্টাইল থেকে শুরু করে পোশাক- সব কিছু একেবারে পারফেক্ট হতে হবে। আর না হলেই ধেয়ে আসবে কটাক্ষ! সম্প্রতি যেমন এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন টলি (Tollywood) সুন্দরী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রীর নতুন পোস্ট দেখে হাসাহাসি (Trolled) শুরু হয়েছে নেটপাড়ায়।

মিমি এমন একজন অভিনেত্রী যার ফ্যাশান সেন্স বেশ ভালো। অতীতে বহুবার নিজের স্টাইলের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। তবে সম্প্রতি নিজের ‘লুক’ নিয়ে খানিক এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপাকে পড়েছেন মিমি চক্রবর্তী। গ্লসি লুক করতে গিয়ে ‘তৈলাক্ত’ লুক তৈরি করে ফেলেন তিনি। আর তা নিয়েই কটাক্ষ করছেন নেটিজেনরা।

Mimi Chakraborty, Mimi Chakraborty educational qualification

গ্লসি লুক পাওয়ার জন্য শরীরের নানান অংশে হাইলাইটার লাগিয়েছিলেন মিমি। তবে তিনি যেমনটা চেয়েছিলেন তেমনটা বোধ করি হয়নি। কারণ মিমি চক্রবর্তীর গ্লসি লুক দেখে নেটিজেনদের একাংশের আবার মনে হয়েছে তিনি হয়তো গায়ে তেল মেখেছেন।

আরও পড়ুনঃ সৌমিত্র ফুটিয়ে তুলতে পারেননি, আমি থাকলে ‘ঘরে বাইরে’ হিট হতো! জন্মদিনে বিস্ফোরক ভিক্টর ব্যানার্জি

আসলে মিমির শরীরে এমনভাবে হাইলাইটার লাগানো হয়েছিল যেটা একঝলক দেখে তেলই মনে হচ্ছে। আর সেকারণেই চরম ট্রোলের মুখে পড়তে হয়েছে টলি নায়িকাকে। একজন নেটাগরিক যেমন সরাসরি তাঁকে প্রশ্ন করেছেন, ‘কয় বোতল তেল মেখেছেন?’ দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘আপনি যেটা করতে চেয়েছিলেন সেটা তো হয়নি। উল্টে বীভৎস দেখাচ্ছে’।

আরও পড়ুনঃ রাধিকা অতীত! পোখরাজের খোলস ছেড়ে দেবশ্রীর সাথে পর্দায় ফিরছেন সপ্তর্ষি

Mimi Chakraborty, Mimi Chakraborty trolled for oily look

তবে সবাই যে মিমি চক্রবর্তীকে ট্রোল করেছেন এমনটা কিন্তু মোটেই নয়। অনেকে ই অভিনেত্রীর প্রশংসাও করেছেন। টলি নায়িকার এই গ্লসি লুক অনেকেরই ভালোলেগেছে। তাঁরা মিমির স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশান সেন্সের ভূয়সী তারিফ করেছেন। এক নেটিজেন যেমন কমেন্ট করেছেন ‘পুরো ১০ এ ১০’।

প্রসঙ্গত, এদিন মিমি সোনালি রঙের একটি শাড়ি পরেছিলেন। নুসরতের মতো মিমিও মহালয়ার দিন ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। টলি নায়িকা নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন মানানসই অলঙ্কার, লাল চুড়ি এবং বড় লাল টিপ দিয়ে। উন্মুক্ত পিঠে খেলা করছিল অভিনেত্রীর খোলা চুল। আপাতত ‘রক্তবীজ’ নায়িকার এই লুক নিয়েই জোর চর্চা চলছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥