• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌমিত্র ফুটিয়ে তুলতে পারেননি, আমি থাকলে ‘ঘরে বাইরে’ হিট হতো! জন্মদিনে বিস্ফোরক ভিক্টর ব্যানার্জি

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন হলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। শুধু টলিউড নয়, নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বলিউড এবং হলিউডও কাঁপিয়েছেন তিনি। এদেশের প্রথম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতাদের মধ্যে একজন হলেন ভিক্টর ব্যানার্জী। সম্প্রতি সেই অভিনেতাই জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার বসেছিলেন।

‘লাঠি’র মতো সুপারহিট কমার্শিয়াল সিনেমা থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয়, ভিক্টর ব্যানার্জী বরাবরই নিজেকে নিজে পরীক্ষা নিরীক্ষা করেছেন। মাঝে একটা সময় অবশ্য বাংলার সিনেদুনিয়া থেকে একপ্রকার গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘রক্তবীজ’র হাত ধরে ফের কামব্যাক করেছেন। দীর্ঘদিন পর বাংলা সিনেজগতে কামব্যাক করে অতীতের স্মৃতিতে ডুব দিলেন বর্ষীয়ান তারকা।

   

Victor Banerjee and Satyajit Ray, Victor Banerjee life story

এদিনের সাক্ষাৎকারে ভিক্টর ব্যানার্জী বলেন, তিনি কাজের প্রতি ১০০% সৎ থাকতে পছন্দ করেন। তবে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) মিথ্যে বলে ‘শতরঞ্জ কে খিলাড়ি’তে কাজের সুযোগ আদায় করে নিয়েছিলেন তিনি সেকথা স্বীকার করে নেন। উর্দু না জানা সত্ত্বেও তিনি মানিকবাবুকে বলেছিলেন উর্দু জানেন। পরে অবশ্য অভিনয়ের সময় ঠিক উতরে দিয়েছিলেন ভিক্টর।

আরও পড়ুনঃ রাধিকা অতীত! পোখরাজের খোলস ছেড়ে দেবশ্রীর সাথে পর্দায় ফিরছেন সপ্তর্ষি

এরপর অভিনেতাকে ‘ঘরে বাইরে’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। কোনও লুকোছাপা না করেই বর্ষীয়ান তারকা বলেন, ‘একটা সত্যি কথা বলি, আমি সন্দীপ এবং সৌমিত্র যদি নিখিলেশ চরিত্রটা করতো তাহলে সিনেমা হিট হয়ে যেত। সন্দীপের দুষ্টুমিটাই সৌমিত্র ঠিক ফুটিয়ে তুলতে পারেনি। আমি ওই চরিত্রটা পেলে একেবারে শুইয়ে দিতাম। এটা আমার আফসোস’।

আরও পড়ুনঃ টাকা নয় দর্শকদের ভালোবাসাটাই থেকে যাবে, বাস্তবেও সবার মন জিতলেন ‘ইচ্ছে পুতুল’র মেঘ তিতিক্ষা

Ghore Baire, Victor Banerjee Soumitra Chatterjee and Swatilekha Sengupta

অনেকেই জানেন না, স্পষ্টবাদী ভিক্টর ব্যানার্জীর কথার ঘেরাটোপ থেকে মহানায়ক উত্তম কুমারও (Uttam Kumar) বাদ যাননি। অভিনেতা জানান, ‘দুই পৃথিবী’ ছবির একটি দৃশ্যে পরিচালক ভিক্টরকে বলেছিলেন, উত্তম কুমারের পা ধরে ক্ষমা চাওয়ার কথা। তবে সেটা অযৌক্তিক মনে হয়েছিল অভিনেতার। সেই জন্য জন্য তিনি তা করেননি। তবে পরে অবশ্য একটি দৃশ্যে নিজে থেকেই উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন ভিক্টর।

তখন পরিচালক ভিক্টরকে দু’কথা শোনাতে এলে তিনি সাফ বলেন, ‘আমি এখানে অভিনয় করতে এসেছি, কাউকে সন্তুষ্ট করতে নয়’। তবে শুধু এটাই নয়, কল টাইম নিয়েও মহানায়কের সঙ্গে ভিক্টরের একটা সমস্যা ছিল। আসলে ভিক্টর বরাবর কল টাইম মেনে সেঁটে পৌঁছে যেতেন, তবে উত্তম কুমার দেরি করতেন। এটা নিয়ে অভিনেতা রাগারাগি করলে উত্তম কুমার নাকি নিজেই তাঁকে ডেকে বলেছিলেন, ‘আমি না অত সকালবেলা উঠতে পারি না। তুমি কল টাইম মেনে সাত সকালে এসো না’।

site