• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাধিকা অতীত! পোখরাজের খোলস ছেড়ে দেবশ্রীর সাথে পর্দায় ফিরছেন সপ্তর্ষি

Updated on:

কেমিস্ট্রি মাসি,Chemistry Masi,দেবশ্রী রায়,Debashree Roy,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Maulik,পোখরাজ,Pokhraj,এক্কা দোক্কা,Ekkadokka

বাংলা থিয়েটারের জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)। নান্দীকার  নাট্যগোষ্ঠীর একনিষ্ঠ কর্মী সপ্তর্ষি নাটকের জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। নিজের অভিনয় গুণেই সপ্তর্ষি পরবর্তীতে সুযোগ পেয়েছেন বাংলা ওয়েব সিরিজ এবং সিনেমাতেও।  যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) সিরিয়ালের পোখরাজ (Pokhraj) নামেই বেশী জনপ্রিয়।

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে। লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল এক্কাদোকা। সপ্তর্ষি  অভিনীত পোখরাজ চরিত্রটি ছিল পেশায় একজন ডাক্তার। ধারাবাহিকের শুরুর দিকে পোখরাজের নায়িকা হিসেবে দেখানো হয়েছিল রাধিকাকে। পারিবারিক শত্রুতা থাকলেও রাধিকার প্রতি ছোট থেকেই দুর্বল ছিল পোখরাজ। একসঙ্গে ডাক্তারি পড়ার সুবাদেই তাদের মধ্যেকার খুনসুঁটি গুলোও বেশ নজর কেড়েছিল দর্শকদের।

Ekka Dokka Radhika pokhraj Bublu Audience praise

কিন্তু মাঝপথেই নতুন মোড় নেয় এই সিরিয়ালের গল্প।  রাধিকা পোখরাজের ভালোবাসা, হঠাৎ করেই বদলে যায় তিক্ততায়। তাঁদের ছোটবেলার পুরনো প্রেমটাকেই নিশ্চিহ্ন করে দেন লেখিকা।  রাধিকাকে সরিয়ে পোখরাজের জীবনে আনা হয় রঞ্জাবতীকে।  অন্যদিকে রাধিকার জীবনেও আসে নতুন নায়ক অনির্বাণ।  সব মিলিয়ে একেবারে অন্য খাতে বইতে শুরু করে এক্কাদোক্কা  সিরিয়ালের গল্প।

আরও পড়ুনঃ টাকা নয় দর্শকদের ভালোবাসাটাই থেকে যাবে, বাস্তবেও সবার মন জিতলেন ‘ইচ্ছে পুতুল’র মেঘ তিতিক্ষা

যদিও সে সময়ে রাধিকা পোখরাজের জুটি ভেঙে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন এই জুটির অর্থাৎ রাধিরাজ  জুটির ভক্তরা।  প্রসঙ্গত এক্কাদোক্কার  আগে পোখরাজ অভিনয় করেছিলেন লীনা গাঙ্গুলীরই আরও একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল শ্রীময়ী তে। এই ধারাবাহিকে তিনি অভিনেত্রী ইন্দ্রানী হালদারের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এই মুহূর্তে বাংলাজুড়ে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে সপ্তর্ষির।

আরও পড়ুনঃ উত্তম নায়িকার সাথে স্ক্রিন শেয়ার করবেন ভাইরাল নন্দিনী দিদি! প্রকাশ্যে এল এক্সক্লুসিভ ছবি

কেমিস্ট্রি মাসি,Chemistry Masi,দেবশ্রী রায়,Debashree Roy,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Maulik,পোখরাজ,Pokhraj,এক্কা দোক্কা,Ekkadokka

তাই সকলেই জানতে চাইছেন সিরিয়াল শেষ হওয়ার পর কি করছেন এই অভিনেতা? সম্প্রতি এ প্রসঙ্গে টিভি নাইন  বাংলাকে সপ্তর্ষি জানিয়েছেন এই মুহূর্তে তিনি হইচই প্লাটফর্মের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। সিরিজটির নাম ‘কেমিস্ট্রি মাসি।’  এই ওয়েব সিরিজে তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের (Deboshree Roy) ছেলে হয়েছেন।

সপ্তর্ষির কথায় ‘দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করছি। কলকাতার সল্টলেক চত্বরে শুটিং চলছে আমাদের। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় দেবশ্রী রায়ের ছেলের চরিত্র টাই করছি আমি।’এছাড়াও চলছে নান্দীকার নাট্যগোষ্ঠীর নতুন নাটকের কাজ।  নান্দীকারের জন্মদিনে সেই নাটকটিই মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে সপ্তর্ষির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥