• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোহন অতীত! কুমার শানুর ছেলের সঙ্গে বাথটবে রোম্যান্স ‘পিহু’ সৃজলার, ফাঁস হল ভিডিও

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সৃজলা গুহ (Srijla Guha)। স্টার জলসার ‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিনি। পিহু ওরফে প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করে আদায় করে বাংলা জোড়া খ্যাতি। যদিও এই ধারাবাহিক শেষ হওয়ার পর ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে।

মাঝখানে কয়েকটি ধারাবাহিকে (Bengali Serial) ক্যামিও রোলে অভিনয় করলেও ‘মন ফাগুনে’র পর নায়িকা হিসেবে আর দেখা যায়নি সৃজলাকে। সম্প্রতি অবশ্য ‘পিকাসো’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে দেখা গিয়েছিল তাঁকে। তবে পর্দায় যতই সাদামাটা এক মেয়ের চরিত্রে দেখা যায় না কেন, বাস্তব জীবনে কিন্তু বেশ বোল্ড অভিনেত্রী।

   

Srijla Guha Bold Photoshoot viral on internet

সৃজলার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই একগুচ্ছ বোল্ড ছবি দেখা যায়। শরীরী আবেদনে প্রায়ই নেটপাড়ায় ঝড় তোলেন তিনি। সম্প্রতি যেমন জান কুমার শানুর (Jaan Kumar Sanu) সঙ্গে অভিনেত্রীর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে তুমুল রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

‘মন’ নামের একটি মিউজিক ভিডিওর জন্য জুটি বেঁধেছেন জান এবং সৃজলা। সেই ভিডিওয় কখনও বাথটবে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁদের, কখনও আবার শানু-পুত্রের বাহুলগ্না হয়ে ধরা দিয়েছেন টলি সুন্দরী। সব মিলিয়ে, দু’জনের মাখোমাখো রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। জান-সৃজলার উষ্ণ রসায়নে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন নেটিজেনরাও।

Jaan Kumar Sanu and Srijla Guha in Mon music video

প্রসঙ্গত, কুমার শানুর পুত্র অতীতে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। বাবার সঙ্গে জানের সম্পর্কের সমীকরণ নিয়ে একটা সময় চর্চা হয়েছে প্রচুর। একবার এক সাক্ষাৎকারে তিনি নিজে বলেছিলেন, তারকাসন্তান হলেও বিশেষ কোনও সুবিধা পাননি তিনি।

আরও পড়ুনঃ সলমনের বাড়িতে বিয়ের সানাই! ৫৬ পেরিয়ে ঘুচবে আইবুড়ো তকমা, সুখবর ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

জান বলেছিলেন, ‘অন্য যে কোনও মানুষ যেভাবে অর্থ উপার্জন করেন, আমাকেও সেভাবেই করতে হয়। আমি তো বলবো, কুমার শানুর ছেলে হওয়ার জন্য অন্যদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে তাঁকে। লোকে ভাবে হয়তো রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছে, তাই ওর কাছে সব কিছুই সহজ। যে এমনিতেই প্রিভিলেজড তাকে কেন সাহায্য করবো, অন্য কাউকে করবো। লোকে ভেবে নেয় আমার কাছে প্রচুর কাজ আছে। লোকের এই ভুল ধারণা ভাঙার জন্য নিজেকে প্রমাণ করতে আমি লড়াই করছি’।