• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামনেই বিয়ে? আইবুড়োভাত খাচ্ছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Maa serial Jhilik actress Tithi Basu photo viral over social media

গত এক মাসে সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার (Tollywood) একাধিক জনপ্রিয় তারকা। ‘পরমপিয়া’, সন্দীপ্তা-সৌম্যর পর সদ্য গাঁটছড়া বেঁধেছেন সৌরভ-দর্শনা। তবে এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক (Jhilik) তথা অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)

স্টার জলসার আইকনিক ‘মা’ (Maa) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিথি। খুব কম বয়সে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। যদিও ‘মা’ শেষের পর সেভাবে পর্দায় দেখা যায়নি তিথিকে। এখন নিজের ইউটিউব চ্যানেল নিয়েই ব্যস্ত তিনি। ছোটপর্দায় কামব্যাক করার বিষয়েও খুব একটা আগ্রহী নন বলে খবর।

All you need to know about Jhilik actress Tithi Basu's life struggle

তবে অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ অ্যাক্টিভ থাকেন তিথি। মাঝেমধ্যেই নিজের পোস্টের সৌজন্যে নেটিজেনদের নজর কেড়ে নেন তিনি। সম্প্রতি যেমন অভিনেত্রীর একটি পোস্ট ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ জ্যাসকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে কৌশিকী! ফাঁস ‘জগদ্ধাত্রী’র টানটান উত্তেজনার পর্বের ভিডিও

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিথি। সেখানে দেখা যাচ্ছে, পঞ্জব্যঞ্জনে সাজানো থালা। ইলিশ, চিংড়ি, মাংস সহ নানান রকম পদের সামনে হাসিমুখে বসে আছেন তিথি। এই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রথম আইবুড়োভাত’।

Tithi Basu Aiburobhaat

এটুকুই নয়, ক্যাপশনের শেষে আরও একজন ইউটিউবারের নাম লেখেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক। তাহলে কি বিয়ের আগে প্রথম আইবুড়োভাত (Aiburobhaat) খেলেন অভিনেত্রী? অনেকের মনেই উঁকি দিতে থাকে জল্পনা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য কাটে সেই ধোঁয়াশা।

আরও পড়ুনঃ সন্তানসুখে সমৃদ্ধ হয়েছে পরিবার, ২০২৩ সালে বাবা-মা হয়েছেন টলিপাড়ার এই ৪ তারকাজুটি

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

কারণ নিজের পোস্টে যে ইউটিউবারের নাম উল্লেখ করেছিলেন তিথি, তিনি একটি ভিডিও শেয়ার করেন। সেটা দেখেই বোঝা যাচ্ছে, সম্পূর্ণ বিষয়টাই প্রচারমূলক। যে কারণে বেশ কিছু নেতিবাচক মন্তব্যও শুনতে হয়েছে ‘ঝিলিক’ অভিনেত্রীকে। তবে তিনি এই বিষয়ে কোনও উত্তর দেননি। কেউ কমেন্ট করেছেন, ‘আপনার লজ্জা করে না এমন সব ভুল পোস্ট করতে।‘ দ্বিতীয়জনের আবার প্রশ্ন, ‘এরকম সব ছবি পোস্ট কেন করেন?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥