প্রযুক্তিচালিত এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) কিংবা AI এর গুরুত্বের কথা কেউ অস্বীকার করতে পারবে না। এর মাধ্যমে যেমন যে কোনও বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যায়, তেমনই ভবিষ্যতে কোনও দেশ, স্থান কিংবা মানুষ কেমন দেখতে হবে সেটাও আঁচ করে নেওয়া যায়। সম্প্রতি যেমন বাংলার জনপ্রিয় রেল স্টেশনগুলি (Railway Station) আগামী দিনে কেমন দেখতে হবে তা এঁকে দেখিয়ে দিয়েছে AI।
অতীতে সোশ্যাল মিডিয়ায় AI’র আঁকা একাধিক ছবি ভাইরাল হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে কখনও শাহরুখ-সলমনকে মেয়ে হিসেবে দেখানো হয়েছে, কখনও আবার ‘মহানায়িকা’ সুচিত্রা সেনকে ‘বার্বি’রূপে। একবার তো বরফে ঢাকা কলকাতার ছবিও তুমুল ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দেখানো হল হাওড়া (Howrah)-শিয়ালদহের (Sealdah) ভবিষ্যতের চেহারা।
সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) একটি পোস্ট তুমুল ভাইরাল (Viral) হয়েছে। সেখানে হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি সহ বাংলার জনপ্রিয় এবং ব্যস্ততম বেশ কয়েকটি রেল স্টেশনের আগামী দিনের চেহারা দেখানো হয়েছে। প্রত্যেকটি ছবিই যে AI’র মাধ্যমে তৈরি করা হয়েছে, সেটাও উল্লেখ করা হয়েছে পোস্টের ক্যাপশনে।
আরও পড়ুনঃ পোড়া কপাল, মিশকার চালে আবারও তছনছ সূর্য-দীপার সংসার! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী এই পোস্টে যে ছবিগুলি দেখা যাচ্ছে, সেগুলি একঝলক দেখে মনে হচ্ছে এগুলি হয়তো বিদেশের কোনও রেল স্টেশন। কিন্তু আদতে এমনটা নয়। আগামীদিনে সত্যিই হয়তো বাংলার রেল স্টেশনগুলি এতটাই বদলে যেতে চলেছে। হাওড়া-শিয়ালদহের এই বদলে যাওয়া ছবি দেখে নেটিজেনরাও একাধিক কমেন্ট করেছেন সংশ্লিষ্ট পোস্টে।
কেউ লিখেছেন, ‘সারাটা জীবন বেঁচে থাকলেও এভাবে দেখতে পাবো না ভাই’। কারোর আবার প্রশ্ন, ‘মশলা মুড়ি, জলের দোকানগুলো কোথায় গেল?’ প্রসঙ্গত, আজকাল প্রায় সবক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI’র ব্যবহার হচ্ছে। চিঠি লেখা, কনটেন্ট তৈরি করা থেকে শুরু করে সংবাদ পাঠ- প্রায় সব কাজেই দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা। আগামী দিনে এর ব্যবহার যে আরও বৃদ্ধি পাবে তা এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে।