• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গৌরবের সঙ্গে কখনও সিরিয়াল করতে চাই না! সাক্ষাৎকারে বোমা ফাটালেন দেবলীনা কুমার

Published on:

Devlina Kumar interview actress said reason why Gourab Deblina onscreen pair is not seen

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত নামী এক অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) স্ত্রী, মহানায়ক উত্তম কুমারের নাতবৌ এবং প্রখ্যাত রাজনীতিবিদ দেবাশীষ কুমার মেয়ে, দেবলীনার পরিচয় রয়েছে আরও অনেক। তবে এতকিছুর পরেও শুধুমাত্র নিজের প্রতিভার জোরে টলিউডে (Tollywood) স্থান করে নিয়েছেন তিনি।

শুধুমাত্র একজন অভিনেত্রী নন, দেবলীনা একজন দক্ষ নৃত্যশিল্পীও। নাচের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা কারোর অজানা নয়। সম্প্রতি সেই দেবলীনাই এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় (Interview) বসেছিলেন। কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সেখানে একাধিক বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।

Devlina Kumar, Devlina Kumar interview

নায়িকা নয়, খলনায়িকা হতেই ভালোবাসি!

‘সাহেবের চিঠি’, ‘তুঁতে’র মতো একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। কখনও ‘রাইমা’, কখনও ‘প্রিয়াঙ্কা’ হিসেবে তাঁকে দেখেছেন দর্শকরা। নায়িকাদের মতো সুন্দরী হওয়া সত্ত্বেও কেন খলচরিত্রে অভিনয় করেন তিনি? সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই সেকথা জানান দেবলীনা।

আরও পড়ুনঃ কূটনী শাশুড়ি থেকে প্রিয় সখী! শিমুলের প্রতি মধুবালার ব্যবহার পাল্টাতেই ধন্য ধন্য করছে দর্শকেরা

গৌরব-পত্নী হাসতে হাসতে বলেন, ‘হিরোইন কখনই আমার করা সম্ভব হয় না। কারণ অনেকটা সময় দিতে হয়। কিন্তু আমার সবসময় নেগেটিভ লিডটা খুব ভালোলাগে। লোকে পজেটিভ অফার করলেও আমি বলি আমায় প্লিজ নেগেটিভটা প্লে করতে দিন না। কারণ আমার মনে হয়, সেখানে নিজেকে চ্যালেঞ্জ করার একটা জায়গা থাকে’।

আরও পড়ুনঃ মেয়ের মৃত্যুর দুমাসের মাথায় ছাদনা তলায় কাবো! ‘সারেগামাপা’ প্রতিযোগীর ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

Gourab Chatterjee and Devlina Kumar, Devlina Kumar interview

গৌরবের সঙ্গে কখনও সিরিয়াল করতে চাই না!

গৌরব-দেবলীনার জুটি মানেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। অনেক অনুরাগীই চান, তাঁরা দু’জন একসঙ্গে সিনেমা কিংবা সিরিয়ালে অভিনয় করুক। দেবলীনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, স্বামীর সঙ্গে সিনেমা করতে তিনি রাজি আছেন। ‘একটি এলিয়েনের গল্প’ বলে একটি ছবিতে  একসঙ্গে কাজও করেছেন দু’জনে। তবে সিরিয়ালে একে অপরের সঙ্গে মোটেই কাজ করতে চান না টেলি দুনিয়ার এই তারকাজুটি। এর কারণও খোলসা করে বলেন অভিনেত্রী।

দেবলীনা কথায়, ‘সিরিয়ালের কাজ আমি আর গৌরব দু’জনেই একসঙ্গে করতে চাই না। কারণ ৩৬৫ দিন বাড়িতেও একসঙ্গে থাকবো, ফ্লোরেও একসঙ্গে থাকবো! তারপর সাংঘাতিক মারপিট হবে যেটা আমরা চাই না’। কথার সূত্রেই এরপর দেবলীনা বলেন, বাড়িতে অভিনেতা-অভিনেত্রী হিসেবে নয়, বরং আর পাঁচজন সাধারণ জুটির মতোই থাকেন তিনি এবং গৌরব। আর সেভাবেই তাঁরা থাকতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥