• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক মিশকায় রক্ষে নেই, সাথে এল দোসর! ‘অনুরাগের ছোঁয়া’তে খলনায়িকা হয়ে এন্ট্রি নিলেন জিতের নায়িকা

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। একদিকে মিশকাকে খুনের দায়ে জেলবন্দি সূর্য। অপরদিকে স্বামীকে নির্দোষ প্রমাণ করার জন্য হন্যে হয়ে ঘুরছে দীপা। এই টানাপোড়েনের মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় এক টেলি অভিনেত্রী। যিনি ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন টলিউডেও (Tollywood)

‘অনুরাগের ছোঁয়া’ যারা রোজ দেখেন তাঁরা জানেন, সূর্যর ঘাড়ে মিশকাকে খুনের অপবাদ দেওয়া হলেও মিশকা আসলে বেঁচে আছে। কখনও বুড়িমা, কখনও আবার তান্ত্রিকের ছদ্মবেশ ধারণ করে গা ঢাকা দিয়ে রয়েছে সে। সেই সঙ্গেই দীপাকে  প্রাণে মারার চক্রান্তও কষছে। এসবের মাঝেই সিরিয়ালে আসছে মিশকার উকিল। সূর্যই খুনি, সেটা প্রমাণ করবেন তিনি।

   

Deppa will reveal Mishka's truth infront of everyone very soon

মিশকার উকিলের চরিত্রেই দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে (Ayesha Bhattacharya)। দীর্ঘদিন পর বেঙ্গল টপার এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন তিনি। সম্প্রতি এই প্রসঙ্গে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কথা বলেন ‘চেঙ্গিজ’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী? সদ্যজাতর সাথে ছবি দিতেই ছেলে না মেয়ে জানতে উৎসুক নেটপাড়া

আয়েশা বলেন, ‘অনেকদিন পর আমি মেগায় কামব্যাক করছি, ভীষণ খুশি। মাঝে আমি ডিপ্রেশনের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। আবারো নিজের জায়গায় ফিরে ভালো লাগছে। কারণ মেগা সিরিয়াল আমার বাপের বাড়ি আর সিনেমা হল শ্বশুরবাড়ি। এতদিন পর নিজের বাপের বাড়ি ফিরে অক্সিজেন পাচ্ছি’।

আরও পড়ুনঃ ‘কে নন্দিনী চিনি না!’ স্মার্ট দিদির নাম শুনতেই চটে লাল বিক্রেতা, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Jeet and Ayesha Bhattacharya, Ayesha Bhattacharya entering Anurager Chhowa

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র মেক আপ রুম থেকে নিজের একটি ছবি শেয়ার করেন আয়েশা। ক্যাপশনে লেখা, ‘নতুন কিছু আসছে’। এরপরেই পাওয়া গেল সুখবর। অভিনেত্রী জানিয়েছেন, খলনায়িকা মিশকার উকিলের চরিত্রে অভিনয় করলেও তাঁর চরিত্রটি নেতিবাচক নয়। আয়েশার কথায়, ‘খুব ইয়াং এবং বোল্ড একজন আইনজীবী। মুখের ওপর কথা বলে ও সফল। সত্যের হয়ে লড়াই করে’।

প্রসঙ্গত, ডান্স বেসড রিয়্যালিটি শোয়ের হাত ধরে লাইমলাইটে উঠে আসেন আয়েশা। এরপর ‘লাবণ্যর সংসার’, ‘খনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এরপরেই অভিনেত্রীর সামনে খুলে যায় টলিউডের দরজা। ইতিমধ্যেই টলি সুপারস্টার জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনেতার আগামী সিনেমা ‘বুমেরাং’এও দেখা যাবে তাঁকে।