• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী? সদ্যজাতর সাথে ছবি দিতেই ছেলে না মেয়ে জানতে উৎসুক নেটপাড়া

Updated on:

Subhashree Ganguly and Raj Chakraborty photo with baby goes viral over social media

দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। খুব তাড়াতাড়ি রাজ শুভশ্রীর সংসারে আসছে নতুন সদস্য। তাই খুব তাড়াতড়ি পুচকু এক খেলার সঙ্গী পাবে ‘দাদা’ ইউভান (Yuvan)। প্রসঙ্গত প্রথম সন্তান জন্মের সময় দেশজুড়ে লকডাউন আর করোনা মহামারীর জেরে সে সময় সেভাবে মাতৃত্বের স্বাদটাই চেটেপুটে উপভোগ করতে পারেননি অভিনেত্রী।

তাই দ্বিতীয়বার মা হওয়ার এই অনুভূতিটাকে এই মুহূর্তে চুটিয়ে  উপভোগ করছেন শুভশ্রী। কখনও জিম করে আবার কখনও পুরো দমে শুটিংয়ের মধ্যে দিয়েই কাটছে এই টলি নায়িকার। সব মিলিয়ে ব্যস্ত শিডিউলেও  দুর্দান্ত দারুন ফিট নায়িকা। এরই মধ্যে সম্প্রতি ইনস্টা স্টোরিতে তোয়ালে মোড়া একরত্তি শিশুর সাথে একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Subhashree Ganguly pregnant

সেই ছবিতে শুভশ্রীর পাশেই হাসি মুখে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। একরাত্তি শিশুকন্যার সাথে শুভশ্রীর ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি পুজোর আগেই স্বপ্নপূরণ হল নায়িকার? ছেলের পর তাহলে কি এবার মেয়ের মা হলেন শুভশ্রী?

আরও পড়ুনঃ অপমান করে টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা? সৌরনীলকে যোগ্য জবাব মেঘের, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী নিজের মুখেই বলেছিলেন এবার তিনি একটি কন্যা সন্তান চান৷ সেই কারণেই এদিন শুভশ্রীর কোলে একরত্তি শিশুকন্যাকে দেখে এক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলেন অনেকেই৷ যদিও পরের ছবিতেই অভিনেত্রী নিজেই আসল ঘটনাটাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘কে নন্দিনী চিনি না!’ স্মার্ট দিদির নাম শুনতেই চটে লাল বিক্রেতা, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Subhashree Ganguly with a new born baby girl

ওই পুচকি একরত্তির সাথেই আরও একটি ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। ওই ছবিতে শিশু কন্যাকে কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন হবু মা শুভশ্রী ৷ ছবি শেয়ার করে নায়িকা এদিন লিখেছেন  ‘শুভ জন্মদিন আমাদের ছোট্ট প্রিন্সেস৷’ কাজেই বোঝাই যাচ্ছে এই মিষ্টি খুদেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এদিন তাঁর সাথে এক গুচ্ছ ছবি শেয়ারকরেছিলেন শুভশ্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥