• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কে নন্দিনী চিনি না!’ স্মার্ট দিদির নাম শুনতেই চটে লাল বিক্রেতা, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

Published on:

Viral Pice Hotel Smart Didi Nandini New controversy

সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন অথচ কলকাতার ডালহৌসির স্মার্ট দিদি নন্দিনীকে (Smart Didi Nandini) চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। নন্দিনী দিদির হাতের রান্নার জাদু এপার বাংলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ওপার বাংলাতেও। তাই কলকাতার মমতা গাঙ্গুলীর হাতের রান্না খেতে বাংলাদেশ থেকেও এসেছেন বহু মানুষ। নন্দিনী দিদির ভাতের হোটেলের সামনে প্রতিদিনই থাকে লম্বা লাইন।

সময়ের সাথে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথেই নিজের ব্যবহার আর বিতর্কিত মন্তব্যের জন্য মানুষের থেকে বহু সমালোচনার মুখে পড়েছেন ডালহৌসির এই বিখ্যাত নন্দিনী দিদি। খরিদ্দারদের পাশাপাশি নন্দিনীর দোকানের সামনে লম্বা লাইন থাকে জনপ্রিয় সব ইউটিউবারদেরও। সব মিলিয়ে বাজারে বিরাট ডিম্যান্ড নন্দিনী দিদির হাতের রান্নার। তাই একটু দেরি করে গেলেই শেষ হয়ে যায় খাবার।

Nandini Didi, Smart Didi Nandini, Nandini Didi movie

দূর থেকে যিনিই কলকাতায় ঘুরতে আসেন তিনিই খেয়ে যান নন্দিনী দিদির দোকানে। তবে এবার এই স্মার্ট দিদিকেই চিনতে অস্বীকার করলেন ডালাহৌসির এক দোকানদার। অফিস পাড়ার অরুণদার হাতের তৈরী খিচুড়ীর ফ্যান সবাই। সম্প্রতি সেই অরুণদাই এক ইউটিউবারকে বললেন, ‘আমার দোকানে এসেছিস আমার কথা বলবি। নন্দিনী নামে কাউকে চিনি না। আমার সম্পর্ক শুধু তোদের সঙ্গে, আমার গ্রাহকদের সঙ্গে।’

আরও পড়ুনঃ অপমান করে টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা? সৌরনীলকে যোগ্য জবাব মেঘের, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

এরপর ওই ইউটিউবার প্রশ্ন করেন , ‘এই অঞ্চলে তো দুজনই বিখ্যাত?’একথা শুনেই অফিসপাড়ার  অরুণদার কড়া জবাব, ‘ডেকার্স লেনে সবার আগে চিত্তদা। তারপর হতে পারে জয় মা তারার দোকান। তবে ডেকার্স লেনের জন্ম চিত্তবাবুর দোকান থেকেই। আগে উনি। ওঁকে দিয়ে ডেকার্স লেন চেনে মানুষ।’

আরও পড়ুনঃ দীপাকে মারতে নতুন ফন্দি! তান্ত্রিক সাজে হাজির মিশকা, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

প্রসঙ্গত স্মার্ট দিদি নন্দিনী এবার আরও ফেমাস হতে চলেছেন। ভাতের হোটেল চালিয়েই এবার সিনেমায় সুযোগ পেয়েছেন গিয়েছেন নন্দিনী। সেই কথা জানিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়া শোরগোল ফেলে দিয়েছিলেন নন্দিনী। যদিও তিনি অভিনয় করছেন নাকি সিনেমার অন্য কোন কাজে যুক্ত সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে সূত্রের খবর প্রিয়দর্শী ব্যানার্জীর পরিচালিত নতুন প্রজেক্ট ‘তিন সত্যি’র সাথে যুক্ত রয়েছেন নন্দিনী। প্রথম থেকেই এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে একটা দারুন রহস্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥