• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েরাই তো মেয়েদের শত্রু! বলি নায়িকার কুকীর্তি ফাঁস করে বিস্ফোরক অপরাজিতা আঢ্য

Updated on:

Aparajita Auddy Shared biter past experience with gargi roychowdhury

বাংলা টেলিভিশন হোক টলিউড (Tollywood), সব মাধ্যমেই রাজত্ব করছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। দর্শকদের কাছে তিনি কখনও ‘লক্ষ্মী কাকিমা’, কখনও আবার ‘কোজাগরী’। চরিত্র যাই হোক না কেন, বারবার নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন তিনি। দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ২৫টা বছর। এই আড়াই দশকে ভালো-মন্দ মিশিয়ে একাধিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অপরাজিতা। একবার যেমন এমনই এক খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ হওয়ার পর এখন ‘জল থই থই ভালোবাসা’র (Jol Thoi Thoi Valobasa) হাত ধরে টেলি দুনিয়ায় কামব্যাক করেছেন অপরাজিতা। আজ ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী তিনি। টেলি জগতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের তালিকায় নাম রয়েছে অপরাজিতার। তবে একটা সময় তিনিও ছিলেন নবাগতা। আর সেই সময় তাঁর সিনিয়র গার্গী রায় চৌধুরী (Gargee Roy Chowdhury) তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ একটি ব্যবহার করেছিলেন। যা আজও ভুলতে পারেননি অপরাজিতা।

Aparajita Auddy and Gargee Roy Chowdhury

একবার এক সাক্ষাৎকারে ১২ বছর আগের সেই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন পর্দার ‘কোজাগরী’। সেই সময় একটি সিরিয়ালে কাজ করতেন অপরাজিতা এবং গার্গী। শোনা যায়, একসঙ্গে কাজ করলেও কখনও দুই অভিনেত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। নেপথ্যে ছিল একটি ঘটনা।

আরও পড়ুনঃ একা পেয়ে পোশাক খুলতে শুরু করেন প্রযোজক! রইল ইন্দ্রাণী হালদারের অন্ধকার জীবনের অজানা কাহিনী

অপরাজিতা জানান, একবার পিরিয়ডস চলাকালীন বাথরুম নিয়ে তাঁকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় স্টুডিওয় গার্গীর আলাদা বাথরুম থাকলেও অপরাজিতার ছিল না। অভিনেত্রী চেয়েছিলেন, পিরিয়ডসের দিনগুলো অন্তত পাবলিক টয়লেট ব্যবহার না করতে। কারণ সেই বাথরুমগুলো ছিল নাকি ভীষণ নোংরা।

আরও পড়ুনঃ পর্দায় অত্যাচারী হলেও বাস্তবে পুরো ফ্যামিলি ম্যান, রইল পরাগ অভিনেতার স্ত্রী সহ ছোট্ট মেয়ের ছবিসহ পরিচয়

Aparajita Auddy and Gargee Roy Chowdhury

সেই জন্য বারবার সম্পূর্ণ ইউনিট এবং গার্গীর কাছে অপরাজিতা অনুরোধ করেছিলেন যাতে তাঁকে অন্তত সেই দিনগুলোয় একটু গার্গীর বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়। কিন্তু গার্গী সেই সময় কোনও প্রকার সহযোগিতা করেননি। নিজে একজন মেয়ে হওয়া সত্ত্বেও সেদিন অপরাজিতাকে বাথরুম ব্যবহার করতে দেননি তিনি।

সেই ঘটনার পর আজ কেটে গিয়েছে অনেকগুলো বছর। তবে সেকথা ভুলতে পারেননি অপরাজিতা। অভিনেত্রী বলেন, ‘একজন মেয়ে হিসেবে কিছু কিছু সময় সাহায্য করা উচিত। সে আমি যত বড়ই নায়িকা হই না কেন, আর যাই হই না কেন’। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের কোনও জুনিয়র আর্টিস্টের সঙ্গে আজ অবধি এমন ব্যবহার করেননি অপরাজিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥