• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় অত্যাচারী হলেও বাস্তবে পুরো ফ্যামিলি ম্যান, রইল পরাগ অভিনেতার স্ত্রী সহ ছোট্ট মেয়ের ছবিসহ পরিচয়

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে এখন এককথায় চক্ষুশূল হয়ে উঠেছেন জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের পরাগ অভিনেতা দ্রোণ মুখার্জি (Drronn Mukherjee)।  সিরিয়ালে অনস্ক্রিন বউ শিমুলের (Shimul) সাথে খুবই জঘন্য ব্যবহার করে পরাগ।

দিনরাত উল্টোপাল্টা কথা বলে অপমান করার পাশাপাশি গায়ে হাত তুলে মারধর করতেও হাত কাঁপে না তার। তাছাড়া রাতে চলে বৈবাহিক ধর্ষণ। পর্দার পরাগ  পেশায় একজন শিক্ষক। আর একজন শিক্ষক হয়েও নিজের স্ত্রীর প্রতি তাঁর এমন ঘৃণ্য আচরণ দেখে রাগে ঘেন্নায় গা ঘিন ঘিন করে ওঠে দর্শকদের। বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে ইতিমধ্যেই পরাগ পেয়েছে ‘বউ পেটানো বড়’ এর তকমা।

   

Kar Kache Koi Moner Kotha Parag, Drronn Mukherjee wife

তাই সিরিয়ালে পরাগ চরিত্রে দ্রোণ মুখার্জি নিখুঁত অভিনয় রীতিমত গায়ে জ্বালা ধরিয়ে দেয় দর্শকদের। সাধারণত  দর্শকরা পর্দায় অভিনেতাদের যে ধরণের চরিত্রে অভিনয় করতে দেখেন বাস্তব জীবনেও তাদের সেই রকমই ভাবার প্রবণতা দেখা যায়।ব্যতিক্রম নন পর্দার পরাগ অভিনেতা দ্রোণ  ভট্টাচার্যও।

আরও পড়ুনঃ একি ধ্যাষ্টামো! রুচি ভেবে বাবাকেই লাভ ইউ বলতেই রামধোলাই, টিভির আগেই ফাঁস দমফাটা হাসির পর্ব

তবে পর্দার পরাগের সাথে কিন্তু বাস্তবের দ্রোণের একেবারেই মিল নেই। বাস্তবে পরাগ ভীষণ সংসারী একজন মানুষ।বাবা-মা, স্ত্রী-সন্তানকে নিয়ে ভরা সংসার তাঁর। অভিনয়ের ব্যস্ততার মাঝেই পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি। আদতে বোলপুরের বাসিন্দা পরাগের বাড়িতে ছোট থেকেই ছিল সাংস্কৃতিক পরিবেশ।

আরও পড়ুনঃ অজান্তেই কেড়েছিল বোনের ভালোবাসা, এতদিনে সামনে এল সত্যি, টিভির আগেই ফাঁস মহাধামাকা পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,দ্রোন মুখার্জী,Drronn Mukherjee,মেয়ে,Daughter

অভিনেতার বাবা থিয়েটার জগতের মানুষ। আর মা গানের সাথে যুক্ত। তাই তাঁর  বাড়িতেই ছিল একটি গানের স্কুল। সেখানেই ছাত্রী হিসেবে গান শিখতে আসতেন পর্দার পরাগ অভিনেতা দ্রোণের  স্ত্রী। তাই অভিনেতা স্ত্রীও গানের জগতের মানুষ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,দ্রোন মুখার্জী,Drronn Mukherjee,মেয়ে,Daughter

তবে দুই পরিবারের তরফে দেখাশুনা করেই বিয়ে হয়েছিল তাঁদের। পর্দায় বউ পেটানো বর হলেও বাস্তবে দ্রোণ স্বামী হিসেবে কিন্তু ফুল মার্কস পেয়েছেন। অভিনেতার রয়েছে ছোট্ট এক ফুটফুটে কন্যা সন্তানও। তার নাম গুড্ডি। বর্তমানে অভিনেতার মেয়ের বয়স প্রায় ৩ বছর।