• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিভা থাকলেও কদর করেনি টলিউড! অভিনয় ছেড়ে শেষে নতুন পেশা বেছে নিলেন ‘সুবর্ণলতা’ অনন্যা

Published on:

Tollywood,Ananya Chatterjee,Bengali serial,Bengali cinema,Actress,Tollywood actress,Entertainment,Subarnalata,টলিউড,অনন্যা চট্টোপাধ্যায়,অভিনেত্রী,টলিউড অভিনেত্রী,সুবর্ণলতা,বিনোদন,বাংলা সিরিয়াল,বাংলা সিনেমা,Ananya Chatterjee Subarnalata,অনন্যা চট্টোপাধ্যায় সুবর্ণলতা

Subarnalata Actress Ananya Chatterjee stepped into a New Journey: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা- সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন তিনি। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। বিশেষত, জি বাংলার (Zee Bangla) ‘সুবর্ণলতা’ (Subarnalata) ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি প্রোজেক্টেই কাজ করেছেন অনন্যা। তবে তাঁর প্রত্যেকটি চরিত্রই দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘সুবর্ণলতা’ ছাড়াও ‘জয় কালী কলকাতা ওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছিল বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমা ‘টোপ’এ।

Ananya Chatterjee, Ananya Chatterjee Subarnalata

এছাড়া অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মোহ ও মায়া’ সিরিজেও অভিনয় করেছিলেন অনন্যা। অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট প্রোজেক্ট দিলেও অনন্যা তাঁর যোগ্য সম্মান পাননি। দর্শকদের একাংশের মতে, জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে ঠিকভাবে ব্যবহারই করতে পারেনি টলিউড ইন্ডাস্ট্রি।

টলিউডে তেমন কদর না পেয়ে ছোটপর্দায় পা রাখেন অনন্যা। সেখানে সাফল্য পেলেও প্রায় ৬ বছর অভিনয় জগত থেকে দূরে সরে ছিলেন তিনি। তবে এবার একেবারে নতুন ভূমিকায় আসতে চলেছেন পর্দার ‘সুবর্ণলতা’। অভিনয় না, বরং একেবারে অন্য পেশায় তাঁকে দেখতে চলেছেন সকলে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী-দীপাকে টেক্কা! সিরিয়াল থেকে সিনেমায় সুপারহিট হতেই নতুন রূপে ফিরছেন শ্বেতা

Ananya Chatterjee, Ananya Chatterjee Subarnalata

আরও পড়ুনঃ সিরিয়ালের পর কাঁপাচ্ছেন বড় পর্দা! নতুন ছবিতে ইধিকার অভিনয়ে মুগ্ধ ওপার বাংলার অপু সুন্দরী

অনেকেই হয়তো জানেন, জনপ্রিয় কৌতুকশিল্পী, অভিনেতা মীর রেডিও ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম রেখেছেন, ‘গপ্পো মীরের ঠেক’। সেখানে প্রত্যেক শনিবার মীর নিজে গল্প শোনান। তবে তিনি একা নন, আরও অনেক তারকারা সেখানে আসেন গল্প শোনাতে।

মীরের ইউটিউব চ্যানেলের একটি এপিসোডে এবার গল্প বলতে আসছেন অনন্যা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ গল্পটি বলবেন অভিনেত্রী। এটাকে হয়তো অনন্যার নতুন কোনও পেশা বেছে নেওয়া বললে ভুল হবে। বরং বলা উচিত একেবারে নতুন ভূমিকায় সকলের সামনে হাজির হতে চলেছেন তিনি। অভিনেত্রী হিসেবে যতখানি ভালোবাসা পেয়েছেন, এই ভূমিকাতেও ততখানি ভালোবাসাই অনন্যা পাবে বলে মত অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥