• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জগদ্ধাত্রী-দীপাকে টেক্কা! সিরিয়াল থেকে সিনেমায় সুপারহিট হতেই নতুন রূপে ফিরছেন শ্বেতা

Published on:

Jamuna Dhaki actress Sweta Bhattacharya starts new journey after getting sucess in Projapoti movie

Sweta Battacharya about to start New Journey: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত এক সুন্দরী অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Battacharya)। সদ্য টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায় শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)। আর এই সিরিয়াল শেষ হতে না হতেই নামমাত্র বিরতি নিয়েই নতুন একটি প্রজেক্টে ফিরছেন অভিনেত্রী।

প্রসঙ্গত বাংলা সিনেমার সুপারস্টার দেবের নায়িকা হওয়ার পর এবার শ্বেতার মুকুটে জুড়তে চলেছে আরও এক নতুন পালক। সিনেমার পর এবার খুব শিগগিরই ওয়েব সিরিজে (Web Series) ডেবিউ করতে চলেছেন শ্বেতা। ঋতাভরী চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে তৈরি ‘নন্দিনী’ সিরিজের অভিনয় করবেন শ্বেতা।

Jamuna Dhaki actress Sweta Battacharya will debut soon in web series

এই সিরিজে থাকছে ৪ কন্যার গল্প। তাঁদের  মধ্যেই সাংবাদিক আলোর চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্বেতা। মূলত কন্যা ভ্রূণ হত্যার ওপরে তৈরি হতে চলেছে নবাগত পরিচালক মীর ফালাকের এই নতুন ওয়েব সিরিজ।   নতুন কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন ‘আমি অভিনয়টা আমার মন থেকে করি। আমি আমার চরিত্রটা বোঝার চেষ্টা করছি। এই সিরিজে আমার নাম আলো।’

প্রসঙ্গত বর্তমানে শ্বেতা বাংলা বিনোদন জগতের অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয়তা পেলেও একসময় তার কেরিয়ার শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী হয়ে।  পরবর্তীতে শ্বেতা অভিনয় করেছেন ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মত একের পর এক হিট মেগা সিরিয়ালে।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমায়! এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ‘গুনগুন’ তৃণা

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,যমুনা ঢাকি,Jamuna Dhaki,সোহাগ জল,Sohag Jol,প্রজাপতি,Projapoti,দেব অধিকারী,Dev Adhikari,সিনেমা,Cinema,নতুন প্রজেক্ট,New Project,ওয়েব সিরিজ,Web Series,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,জগদ্ধাত্রী,Jagadhatri,দীপা,Deepa

তাই শ্বেতার অভিনীত বেশিরভাগ সিরিয়ালই হিট হলেও জি বাংলার পর্দায় সদ্য শেষ হওয়া সিরিয়াল সোহাগ জল সিরিয়ালটি চলেনি একেবারেই। পরকীয়া, কিংবা সাংসারিক কূটকচালির  মতো বিষয় দেখিয়ে টিআরপির অভাবে অল্প কয়েকদিনেই শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার।

তবে সিরিয়াল ফ্লপ হলেও বিষয়টাকে নেতিবাচক ভাবে দেখতে নারাজ অভিনেত্রী। এপ্রসঙ্গে সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের মতো সুপারস্টারদের ক্যারিয়ারেও একাধিক ফ্লপ  সিনেমার উদাহরণ রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥