• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের ছবিতে দেখছে না কেউ, শেষে বলিউডে পাড়ি! প্রকাশ্যে যশের প্রথম ছবির পোস্টার

Published on:

Tollywood actor Yash Dasgupta debut Bollywood movie Yaariyan 2 poster is out now

Yash Dasgupta’s movie poster out : ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে টলিউডে (Tollywood) পা রেখেছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে টেলি দুনিয়ায় ব্যাপক সাফল্য পেলেও, টলিউডে যশের যাত্রা এখনও অবধি খুব একটা মধুর হয়নি। বরং অভিনয়ের জন্য বারবার দর্শকদের কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সুখ-দুঃখে একই এক্সপ্রেশন দেন, উঠেছে এমন ‘অভিযোগ’ও! যদিও সেসবকে পিছনে ফেলে এবার বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন এই বঙ্গ তনয়।

কোন ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন যশ?

বেশ কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, বলিউডে ডেবিউ করতে চলেছেন যশ। সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছিল ছবির নামও। জনপ্রিয় ছবি ‘ইয়ারিয়াঁ’র সিক্যুয়েল ‘ইয়ারিয়াঁ ২’র (Yaariyan 2) হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন যশ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির প্রথম পোস্টার (Poster) এবং টিজার রিলিজের দিনক্ষণ।

Yash Dasgupta, Yash Dasgupta Bollywood debut

যশের ডেবিউ ছবির নায়িকা কে?

টলিপাড়ার একাধিক সুন্দরী নায়িকার সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে যশকে। নুসরত জাহান, মিমি চক্রবর্তীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। যশের ডেবিউ বলিউড ছবির নায়িকাও কিন্তু বেশ সুন্দরী। ‘ইয়ারিয়াঁ ২’তে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।

আরও পড়ুনঃ রূপের বাবাই খুলে দেবে ভালোমানুষির মুখোশ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পাশা পাল্টানো পর্ব

Yash Dasgupta and Divya Khosla Kumar, Yaariyan 2 poster

পোস্টারে কোন লুকে দেখা গেল যশকে?

বুধবার সমাজমাধ্যমে ‘ইয়ারিয়াঁ ২’র প্রথম পোস্টার শেয়ার করেন নায়িকা দিব্যা। তবে অধিকাংশ বাঙালি সিনেপ্রেমী মানুষ যাকে দেখবেন বলে অধীর আগ্রহে ছিলেন সেই যশকে পোস্টারে দেখা যায়নি। দিব্যার শেয়ার করা পোস্টারে তাঁকে নববধূর বেশে দেখা গিয়েছে। সেই সঙ্গেই বরের বেশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে দুই নায়ককে। তাহলে কি ডেবিউ ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা যাবে যশকে? ‘ইয়ারিয়াঁ ২’র প্রথম পোস্টার দেখার পর এই প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনে।

আরও পড়ুনঃ ৮২তেও সুইট সিক্সটিন বাংলা সিনেমার ‘লিলি ফুল’! প্রকাশ্যে শুটিং ফ্লোরে পর্ণার ঠাম্মির জন্মদিন পালনের ভিডিও

প্রসঙ্গত, যশের ডেবিউ হিন্দি সিনেমা পরিচালনা করেছেন বিনয় সাপ্রু এবং রাধিকা রাও। এই ছবিতে যশ এবং দিব্যা ছাড়াও অভিনয় করেছেন পার্ল ভি পুরি, মিজান জাফরি, ওয়ারিনা হাসান, প্রিয়া পি ওয়ারিয়ারের মতো তারকারা। আগামীকাল রিলিজ করবে ছবির টিজার এবং ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইয়ারিয়াঁ ২’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥