উত্তম কুমার (Uttam Kumar) শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি বাংলার গর্ব, বাঙালির আবেগ। তাঁর মৃত্যুর এত বছর পরেও দ্বিতীয় ‘মহানায়ক’ (Mahanayak) পায়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনকি উত্তম কুমারের বেশে হাজির হয়েও অনেক অভিনেতা ট্রোলের মুখে পড়েছেন। সম্প্রতি যেমন এই পরিস্থিতির শিকার হয়েছেন সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukhopadhyay)।
চলতি সপ্তাহে রিলিজ করতে চলেছে প্রবীর রায় পরিচালিত ‘মহানায়ক’ উত্তম কুমারের বায়োপিক। ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে নানান বিতর্ক এবং আইনি জটিলতার জন্য পিছিয়ে যায় রিলিজ ডেট। অবশেষে সব বাধা কাটিয়ে মুক্তি পেতে চলেছে ‘যেতে নাহি দিবো’ (Jete Nahi Dibo)। কিন্তু তার আগে ফের একপ্রস্থ ট্রোলের (Trolled) মুখে পড়েছেন অভিনেতা সুজন নীল এবং ছবির নির্মাতারা।
জানা গিয়েছে, প্রবীর রায়ের সিনেমায় ‘মহানায়ক’র ছেলেবেলা থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়সীমা তুলে ধরা হবে। ছবিতে উত্তম কুমারের বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল। আর তাঁর সেই লুক সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন অভিনেতা নিজে এবং ছবির পরিচালক।
আরও পড়ুনঃ পুজোর আগে একি হল? ফাটিয়ে দিচ্ছে ফুলকি সন্ধ্যাতারা! রইল মাথাখারাপ করা TRP তালিকা
অনস্ক্রিন উত্তম কুমার তথা সুজন নীল এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতের বিগ্রহদের নিয়ে কিছু তৈরি করা হলে সেটা বাঙালির কাছে আবেগের বিষয়। সেখানে একটা ভয় তো ছিলই। কিন্তু অজানা তথ্যগুলি দেখতে দর্শকদের ভালোলাগবে। অভিনেতার সংযোজন, ‘মহানায়ক’র মতো দেখতে কেউই নেই। কিন্তু তাঁর কাছে একরকম দেখতে হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল চরিত্রটাকে সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা। যদিও নীল জানিয়েছেন, ‘যেতে নাহি দিবো’তে কোনও ভাবেই উত্তম কুমারকে অনুকরণ করার চেষ্টা তিনি করেননি।
আরও পড়ুনঃ নতুনকে জায়গা দিতে ঘেঁটে ঘ! রইল রাতারাতি পাল্টে যাওয়া ষ্টার জলসার সমস্ত সিরিয়ালের টাইম স্লট
নীলের মতোই ট্রোলিংকে বিশেষ পাত্তা দিতে নারাজ ছবির পরিচালক প্রবীরও। তিনি বলেন, ‘উত্তম কুমারের কোনও বিকল্প নেই সেটা আমিও জানি। কিন্তু কনটেন্টের কথা মাথায় রেখে কাউকে তো ছবিতে নিতেই হতো’। পরিচালক জানান, সুজন নীলের রোদ চশমা পরিহিত একটি ছবি দেখে মনে হয়েছিল ‘মহানায়ক’র চরিত্রে তাঁকে মানাতে পারে।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় ৪ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ‘যেতে নাহি দিবো’র। কিন্তু সেই সময় ‘মহানায়ক’র পরিবারের তরফ থেকে ছবিটি নিয়ে আপত্তি তোলা হয়। দাবি করা হয়, উত্তম কুমারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন প্রবীর! মামলা গড়ায় আদালত অবধি। শেষমেষ আগস্ট মাসে রায় আসার পর চলতি সপ্তাহে রিলিজ করতে চলেছে এই সিনেমা।