• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খালি গলায় কিশোর কুমারের গান, খরাজ মুখার্জীর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলা সিনে দুনিয়ার (Tollywood) অত্যন্ত প্রতিভাবান এক শিল্পী হলেন খরাজ মুখার্জি (Kharaj Mukherjee)। সদাহাস্যময় এই মানুষটিকে ভালোবাসেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে ৮ থেকে ৮০ সবার মন জয় করেছেন তিনি। সম্প্রতি সেই খরাজই নিজের গানের (Singing) ট্যালেন্টের মাধ্যমে আদায় করে নিলেন প্রশংসা।

বিনোদন দুনিয়ার তারকাদের নানান সুপ্ত প্রতিভা থাকে। অভিনয়ের কারণে অনেক সময় তা ঢাকা পড়ে যায়। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ দক্ষ নৃত্যশিল্পী, কারোর আবার গানের গলা দারুণ। সম্প্রতি যেমন নিজের তুখোড় গায়কীর মাধ্যমে সকলকে অবাক করে দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় কমেডিয়ান খরাজ।

   

Kharaj Mukherjee, Kharaj Mukherjee singing

একাধিক সুপারহিট বাংলা সিনেমায় অভিনয় করা খরাজের গানের গলা যে এত সুন্দর তা অনেকেই আগে জানতেন না। এতদিন পর্যন্ত নিজের অভিনয়ের মাধ্যমেই সকলকে তাক লাগিয়েছেন তিনি। কখনও তাঁর অভিনয় দেখে দর্শকরা প্রাণ খুলে হেসেছেন, কখনও আবার চোখ দিয়ে নেমে এসেছে অশ্রুধারা। তবে এবার খরাজের গানের গলার ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকে।

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চেও বাঙালির জয়! রইল হিন্দি ‘ সারেগামাপা’র ১২ জনের মধ্যে ৬ বাঙালি শিল্পীর তালিকা

Kharaj Mukherjee, Kharaj Mukherjee singing

আরও পড়ুনঃ বাবা হওয়ার ক্ষমতা নেই কবীরের! এতদিনে সূর্যর সামনে খুলল মিশকার মুখোশ, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খরাজের একটি ভিডিও (Video) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ভিডিওয় তাঁকে কিংবদন্তি কিশোর কুমারের (Kishore Kumar) গাওয়া ‘নয়ন সরসী কেন, ভরেছে জলে’ গানটি (Song) গাইতে দেখা যাচ্ছে। খালি গলায় খরাজ যেভাবে গানটি গেয়েছেন তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। অভিনেতার সুরেলা কণ্ঠের তারিফ করেছেন প্রত্যেকে।

খরাজের গান গাওয়ার এই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। সেই সঙ্গেই অভিনেতার ট্যালেন্টের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, বাংলা সিনে দুনিয়ায় খরাজের পথচলা শুরু হয়েছিল ১৯৮০ সালে। ‘হুলুস্থুল’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাড়ে চার দশক। এই ৪৩ বছরে অভিনেতা যে কত হিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে। বিশেষত কমেডি চরিত্রে তাঁকে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এবার সেই খরাজেরই গানের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গেল নেটপাড়া।