SaReGaMaPa Bengali Contestant List : খুব বেশিদিন হয়নি হিন্দি ‘সারেগামাপা’র (SaReGaMaPa 2023) নতুন সিজন শুরু হয়েছে। ইতিমধ্যেই অডিশন শেষে সেরা ১২ প্রতিযোগীকেও (Top 12) বেছে নিয়েছেন বিচারকরা। হিমেশ রেশমিয়া, নীতি মোহনদের বেছে নেওয়া সেই ১২ জন সঙ্গীতশিল্পীর মধ্যে ৬ জনই রয়েছে বাংলা থেকে। গত বছরের মতো এই বছরও হিন্দি ‘সারেগামাপা’য় দেখা যাচ্ছে বাঙালি শিল্পীদের আধিপত্য। চলুন দেখে নেওয়া যাক, হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘টপ টুয়েলভে’ স্থান করে নিলেন বাংলার কোন কোন গায়ক-গায়িকা।
অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha): বাংলা ‘সারেগামাপা’র নিয়মিত দর্শকদের কাছে কাবো ভীষণ পরিচিত মুখ। গত বছর জি বাংলার রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখেছেন দর্শকরা। কাবো বিজয়ী না হওয়ায় অনেকে আবার ভীষণ ক্ষিপ্তও হয়েছিলেন। কালিম্পংয়ের সেই গায়কই এবার পৌঁছে গিয়েছেন হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চে। সন্তান হারানোর কষ্ট বুকে চেপে খেতাব জয়ের লড়াইয়ে নেমে পড়েছেন তিনি।
রণিতা বন্দ্যোপাধ্যায় (Ranita Banerjee): লতা মঙ্গেশকরের অন্ধ ভক্ত এই বাঙালি গায়িকা। ইতিমধ্যেই ‘চাঁদের পাহাড়’, ‘হামি’ ছবিতে প্লেব্যাকও করে ফেলেছেন তিনি। তিন বছর আগে হিন্দি ‘সারেগামাপা-লিটল চ্যাম্পস’এ রানার্স হয়েছিলেন রণিতা। তবে এবার তাঁর লক্ষ্য ট্রফি জেতা।
আরও পড়ুনঃ বাবা হওয়ার ক্ষমতা নেই কবীরের! এতদিনে সূর্যর সামনে খুলল মিশকার মুখোশ, ফাঁস চোখ ধাঁধানো পর্ব
আরও পড়ুনঃ শালিমার থেকে পুচকি-সুজয়দা! এই বিজ্ঞাপনগুলি ছাড়া আজও অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো
ঋক বসু (Rik Basu): বাংলা ‘সারেগামাপা’র মঞ্চ মাতিয়ে এবার হিন্দি ‘সারেগামাপা’য় পৌঁছে গিয়েছেন ঋক। অডিশনে ‘মন মাঝি রে’ গেয়ে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন এই বঙ্গ তনয়। ‘এলো মা দুগ্গা’, ‘লগন বয়ে যায়’র গায়ক ঋকও চলতি বছরের হিন্দি ‘সারেগামাপা’র সেরা ১২’য় স্থান করে নিয়েছেন।
সোনিয়া গজমের (Sonia Gazmer): বাংলা ‘সারেগামাপা’ থেকে শুরু করে ‘ইন্ডিয়ান আইডল’, একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন সোনিয়া। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে জিতে নিয়েছেন অনেকের মন। সেই বঙ্গ তনয়াও এবার হিন্দি ‘সারেগামাপা’র খেতাব জয়ের লড়াইয়ে আছেন।
বুলেট (Bullet): উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চোপড়া গ্রামের ছেলে হলেন বুলেট। বাংলা রক সঙ্গীতের অন্ধ ভক্ত তিনি। বাংলার ‘সারেগামাপা’র মঞ্চ মাতানো সেই বুলেটও এবার পৌঁছে গিয়েছেন হিন্দি ‘সারেগামাপা’র সেরা ১২’য়।
স্নেহা ভট্টাচার্য (Sneha Bhattacharya): এই বছর হিমেশ-নীতি-অনুদের হিন্দি ‘সারেগামাপা’র সঙ্গীত অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছে রথীজিৎ ভট্টাচার্য। তাঁর শিষ্যা হলেন স্নেহা। এর আগে বাংলা ‘সারেগামাপা’য় অংশগ্রহণ করেছিলেন তিনি।
এছাড়া রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’ও বহুবার দেখা গিয়েছে স্নেহাকে। ‘ফাতিমা’ ছবিতে প্লেব্যাক গাওয়া এই গায়িকাই এবার পৌঁছে গিয়েছেন ‘সারেগামাপা’র মঞ্চে।