• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম কুমারের পর দেবই সেরা ‘ব্যোমকেশ’! আদৌ মানাবে? বিস্ফোরক রঞ্জিত মল্লিক

Published on:

Tollywood actor Ranjit Mallick opens up about Dev being Byomkesh

Ranjit Mallick opens up about Dev’s Byomkesh Movie : টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev) এবার ‘ব্যোমকেশ’ রূপে (Byomkesh) বড়পর্দা কাঁপাতে আসছেন। প্রায় দেড় দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথম শরদিন্দুর সত্যান্বেষীর চরিত্রে তাঁকে দেখতে চলেছেন দর্শকরা। যদিও দেবকে অনেকেই ব্যোমকেশ রূপে মেনে নিতে এখনও রাজি নন। এই নিয়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন সিনেপ্রেমী মানুষরা। এবার এই ‘ব্যোমকেশ বিতর্কে’ নিজের মতামত দিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)

‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’য় (Byomkesh O Durgo Rahasya) অজিত চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য। কয়েকদিন আগেই তিনি ‘ব্যোমকেশ’ রূপী দেবকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। অভিনেতা সাফ বলেন, ‘মহানায়ক’ উত্তম কুমারের পর ‘ব্যোমকেশ’ হিসেবে দেবই সেরা। তবে রঞ্জিত মল্লিক কিন্তু অম্বরীশের সঙ্গে সহমত পোষণ করেন না।

Ranjit Mallick and Dev, Ranjit Mallick on Dev being Byomkesh

‘ব্যোমকেশ’ দেবকে নিয়ে কী বললেন রঞ্জিত মল্লিক?

সম্প্রতি ‘ব্যোমকেশ’ প্রসঙ্গে নিজের মতামত রাখার সময় রঞ্জিত মল্লিক স্পষ্ট বলেন, ‘ব্যোমকেশ’ হিসেবে উত্তম কুমারের পর দেবই সেরা, এমনটা বলা উচিত হয়নি অম্বরীশের। উত্তম কুমার হলেন সর্বকালের সেরা অভিনেতা। সবাই প্রথম হতে পারে না, অনেকে দ্বিতীয়-তৃতীয় স্থানও অর্জন করেন। তাই বলে তাঁরা কেউই খারাপ নন।

আরও পড়ুনঃ টলিউডের ছবিতে দেখছে না কেউ, শেষে বলিউডে পাড়ি! প্রকাশ্যে যশের প্রথম ছবির পোস্টার

Dev Adhikari

দেব কি আদৌ ‘ব্যোমকেশ’ চরিত্র ফুটিয়ে তুলতে পারবে?

অম্বরীশের বক্তব্য সমর্থন না করলেও, ‘ব্যোমকেশ’ দেবের ওপর কি বিশ্বাস আছে রঞ্জিত মল্লিকের? জবাবে প্রবীণ অভিনেতা বলেন, একেক জন অভিনেতা একেক রকমভাবে প্রত্যেকটি চরিত্র করে। দেবও ভালোই করেছেন। উদাহরণ হিসেবে রঞ্জিত মল্লিক বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ পাঁচজন অভিনেতা করেছিলেন। কারণ প্রত্যেকেরই অধিকার আছে। ‘ব্যোমকেশ’ দেবের প্রতিও তাই বিশ্বাস হারাচ্ছেন না বর্ষীয়ান টলি অভিনেতা।

আরও পড়ুনঃ সায়নী-নুসরত থেকে রুপা গাঙ্গুলী! অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন এই ৭ জনপ্রিয় নায়িকারা

Ranjit Mallick and Dev, Ranjit Mallick on Dev being Byomkesh

রঞ্জিত মল্লিকের প্রিয় ‘ব্যোমকেশ’ কে?

আইকনিক ‘ব্যোমকেশ’ চরিত্রে একাধিক অভিনেতাকে দেখেছে বাংলার সিনেপ্রেমী দর্শক। উত্তম কুমার, অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে দেব- এতজনের মধ্যে রঞ্জিত মল্লিকের সবচেয়ে প্রিয় কে? জবাবে স্বর্ণযুগের অভিনেতা বলেন, একেক জন অভিনেতার অভিনয়ের ধরণ একেক রকম। সেই জন্য ওই ভাবে সেরা কে সেটা বলা যায় না। যেমন বাংলা সিনেমার দুই কিংবদন্তি উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় এক নয়। তবে যদি গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে তাহলে সর্বদা উত্তম কুমারই এগিয়ে থাকবেন বলে মত রঞ্জিত মল্লিকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥