• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সায়নী-নুসরত থেকে রুপা গাঙ্গুলী! অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন এই ৭ জনপ্রিয় নায়িকারা

Updated on:

List of Tollywood Actresses who joined politics

বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক আজকের নয়। বহুদিন ধরেই বিনোদন জগতের সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীরা নাম লিখিয়েছেন রাজনীতিতে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রয়েছেন এমনই কয়েকজন সুন্দরী অভিনেত্রী। যাঁরা  একসময় রাজ করেছেন রূপালী পর্দায়। তবে পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতেও। আসুন জেনে নেওয়া যাক বাংলা সিনেমার এমনই কয়েকজন দাপুটে অভিনেত্রীদের ব্যাপারে। যাঁরা বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এখন দাপট দেখাচ্ছেন রাজনীতির ময়দানেও।

সায়নী ঘোষ (Saayoni Ghosh): এই তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষের।  সিনেমার পর্দার তুলনায় তাঁকে এখন অনেক বেশী সময় দেখা যায় রাজ্যের শাসক দলের বিভিন্ন কর্মসূচিতে। তাই শুটিং ফ্লোরের বদলে বক্তৃতার মঞ্চে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেই বেশি দেখা যায় সায়নীকে। অল্পদিনেই রাজনীতির ময়দানে বেশ নাম ডাকও করে ফেলেছেন নায়িকা।

টলিউড,Tollywood,অভিনয়,Acting,রাজনীতি,Politics,গসিপ,Gossip,সায়নী ঘোষ,Saayoni Ghosh,নুসরত জাহান,Nusrat Jahan,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,লকেট চট্টোপাধ্যায়,Locket Chatterjee,শতাব্দী রায়,Satabdi Roy,রুপা গাঙ্গুলী,Rupa Ganguly,দেবশ্রী রায়

নুসরত জাহান (Nusrat Jahan): জনপ্রিয় এই টলিউড অভিনেত্রীদের তালিকায় রয়েছেন বসিরহাটের তারকা সাংসদ নুসরাত জাহান। জনপ্রিয় এই অভিনেত্রীর কাঁধে এখন বিরাট দায়িত্ব। অভিনয়,সংসার, স্বামী,সন্তান সবদিক সামলানোর পাশাপাশি জনগণের সেবা করতে নেমেছেন রাজ্য রাজনীতিতে। তাই অল্পদিনেই রাজ্যের শাসক দলের অত্যন্ত সক্রিয় একজন সদস্য হয়ে উঠেছেন তিনি।

টলিউড,Tollywood,অভিনয়,Acting,রাজনীতি,Politics,গসিপ,Gossip,সায়নী ঘোষ,Saayoni Ghosh,নুসরত জাহান,Nusrat Jahan,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,লকেট চট্টোপাধ্যায়,Locket Chatterjee,শতাব্দী রায়,Satabdi Roy,রুপা গাঙ্গুলী,Rupa Ganguly,দেবশ্রী রায়

রুপা গাঙ্গুলী (Rupa Ganguly):  বাংলা বিনোদন জগতের এই দাপুটের অভিনেত্রীদের তালিকায় রয়েছেন পর্দার দ্রৌপদী অভিনেত্রী রূপা গাঙ্গুলীও। তবে তিনি রাজ্য নয় কেন্দ্রীয় শাসকদলের অত্যন্ত পরিচিত মুখ হয়েই দাপটের সাথে করেছেন রাজনীতি।

Meyebela Bithi Actress Rupa Ganguly Fees might be highest in tollywood

দেবশ্রী রায় (Deboshree Roy): এই তালিকায় রয়েছেন বাংলা সিনেমার ‘কলকাতা রসগোল্লা’ তথা জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। অভিনয় থেকে বিরতি নিয়ে বেশ কিছুদিন রাজ্যের শাসকদলের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে মন দিয়েছিলেন অভিনেত্রী। তবে রাজনীতির ময়দানে সেভাবে জায়গা করতে না পেরে পরবর্তীতে নিজেই সরে এসেছিলেন অভিনেত্রী।

টলিউড,Tollywood,অভিনয়,Acting,রাজনীতি,Politics,গসিপ,Gossip,সায়নী ঘোষ,Saayoni Ghosh,নুসরত জাহান,Nusrat Jahan,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,লকেট চট্টোপাধ্যায়,Locket Chatterjee,শতাব্দী রায়,Satabdi Roy,রুপা গাঙ্গুলী,Rupa Ganguly,দেবশ্রী রায়

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty): এই তালিকায় রয়েছেন টলিউডের আরও একজন সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী।  অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে রাজ্যের শাসকদলের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

Mimi Chakraborty gets angry on airline company as she finds hair in her food

লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee): তালিকায় রয়েছেন বাংলা সিনেমার আরও একজন সুন্দরী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনিও কেন্দ্রীয় শাসকদলের অত্যন্ত পরিচিত এবং মুখ সক্রিয় একজন সদস্য।

টলিউড,Tollywood,অভিনয়,Acting,রাজনীতি,Politics,গসিপ,Gossip,সায়নী ঘোষ,Saayoni Ghosh,নুসরত জাহান,Nusrat Jahan,মিমি চক্রবর্তী,Mimi Chakraborty,লকেট চট্টোপাধ্যায়,Locket Chatterjee,শতাব্দী রায়,Satabdi Roy,রুপা গাঙ্গুলী,Rupa Ganguly,দেবশ্রী রায়

শতাব্দী রায় (Satabdi Roy): তালিকায় রয়েছেন বাংলার রাজ্য রাজনীতির আরো একজন জনপ্রিয় মুখ তথা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥