• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌনতা ঢুকলেই সম্পর্ক জটিল হয়ে যায়! রুকমা সম্পর্কে প্রথম মুখ খুললেন রাহুল

Published on:

Tollywood actor Rahul Arunoday Banerjee opens up about his relationship with co-actress Rooqma Ray

Rahul Arunodoy Banerjee opens up about relation with Rooqma Roy: বাংলা বিনোদন (Tollywood) জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন রাহুল অরুণোদয়বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত রাহুল। ছোটপর্দার পাশাপাশি তিনি দাপিয়ে কাজ করছেন বড় পর্দাতেও। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে কিন্তু একাধিক নায়িকার সাথে জড়িয়েছে রাহুলের নাম। যদিও খুব অল্প বয়সেই ভালোবেসে তিনি বিয়ে করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarcar)

রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় প্রথম একসাথে জুটি বেঁধেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই বছর দুয়েকের মধ্যেই তড়িঘড়ি বিয়ে সেরেছিলেন এই জুটি। যদিও তাদের সেই সংসার সুখের হয়নি বেশীদিন। পরবর্তীতে ২০১৭ সাল নাগাদ ডিভোর্স ফাইল করেছিলেন এই জুটি। কিন্তু সেসময় একের পর এক সিরিয়ালে অভিনয় করার সুবাদেই রাহুলের নাম জড়িয়েছে সন্দীপ্তা সেন কিংবা রুকমা রায়ের মতো অভিনেত্রীদের সাথে।

Rahul Arunoday Banerjee Priyanka Sarkar

তবে রাহুল-প্রিয়াঙ্কা একে অপরের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলেও খাতায় কলমে তাঁরা কিন্তু স্বামী স্ত্রী ছিলেন। তবে ২০১৮ সাল থেকে তাঁদের এই ডিভোর্স কেসটি ঝুলছিল কোর্টে। এরপর ২০২৩ সালে সেই ডিভোর্সের মামলায় আদালতে হাজিরা দেওয়াই বন্ধ করে দিয়েছিলেন তাঁরা।

কারণ ছেলে সহজে মুখের দিকে তাকিয়ে সম্পর্কটা আবার মিটমাট করে নিয়েই একসাথে তলায় থাকতে শুরু করেছেন এই জুটি। তবে শুরুটা নাকি হয়েছিল করোনাকালে লকডাউনের সময় থেকেই। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’ করার সময় থেকেই সহ অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Roy) সাথে নাম জড়ায় রাহুলের। এরপর তাঁরা জি বাংলার ‘লালকুঠি’ সিরিয়ালেও জুটি বেঁধেছিলেন একসাথে।

আরও পড়ুনঃ বাস্তবেই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’, গোপনেই বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ফাঁস হল ছবি

Rooqma Ray on her relationship with Rahul Arunoday Banerjee

আরও পড়ুনঃ এতদিনে মুখ খুলল লাবণ্য, মায়ের হয়ে বাবার বিরুদ্ধে বলল সোনা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

সোশ্যাল মিডিয়া জুড়েও একাধিক ফ্যান পেজ রয়েছে এই জুটির। কিন্তু রাহুল রুকমার সম্পর্কের সমীকরণটা ঠিক কি? তা জানতেই সম্প্রতি আজতাক বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল রাহুলের সাথে। এদিন রুকমার সাথে সম্পর্ক প্রসঙ্গে রাহুল জানিয়েছেন ‘রুকমার সঙ্গে আমার তখন সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের ছিল। এখনও তাই। সিরিয়াল শেষ হওয়ার পর আমাদের মাত্র ১ দিন দেখা হয়েছিল।’

সেইসাথে অভিনেতা জানিয়েছেন ‘ তাও আমি জানি আমার বিপদে ও আছে, ও জানে ওর বিপদে আমি। সবকিছু যৌনতা দিয়ে বিচার করান যায় না। আসলে যৌনতা যখন কোনও সম্পর্কে ঢুকে যায় সেটা অনেক জটিল হয়ে পড়ে। আমার আর রুকমার সম্পর্কটা জটিল নয়, তার কারণ আমাদের সম্পর্কে যৌনতা ঢোকেনি।’ এছাড়া স্ত্রী প্রিয়াঙ্কার কথা উল্লেখ করে রাহুল এদিন সাফ জানিয়েছেন এসব লিঙ্কআপের খবরে প্রিয়াঙ্কা তাঁকে ভুল না বুঝলে তাঁর এসবে কিছু যায় আসে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥