• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে মুখ খুলল লাবণ্য, মায়ের হয়ে বাবার বিরুদ্ধে বলল সোনা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Star Jalsha,Anurager Chhowa,Bengali serial,Surjya,Deepa,Sona,Protest,Support,Upcoming episode,Upcoming track,Surjya Deepa,Entertainment,স্টার জলসা,অনুরাগের ছোঁয়া,বাংলা সিরিয়াল,সূর্য,দীপা,সোনা,প্রতিবাদ,সমর্থন,আসন্ন পর্ব,আসন্ন ট্র্যাক,সূর্য দীপা,বিনোদন

Anurager Chowa sona stands with mother deepa: স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) শুরু থেকেই দর্শকদের ভীষণ পছন্দের। টানটান গল্প এবং তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে সূর্য-দীপার (Surjya-Deepa) সিরিয়াল। এখন তো ধারাবাহিকে প্রত্যেকদিন একের পর এক রহস্য থেকে পর্দা উঠছে। সম্প্রতি সূর্য-দীপার বিয়ের কথা জানতে পেরেছে সোনা (Sona)। আসন্ন পর্বে দেখানো হবে, মায়ের সম্মান রক্ষার্থে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াবে (Protest) সে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের সৌজন্যে সূর্য-দীপা বছরের পর বছর ধরে আলাদা থাকছে। সূর্য ভাবে, কবীরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছিল তাঁর স্ত্রী দীপা। সেই সম্পর্কের ফসল হল রূপা। আর এই বিষয় নিয়েই সেনগুপ্ত বাড়ির অন্দরে আগুন জ্বলছে। মা-বাবার ঝামেলার জন্য পিষছে ছোট্ট সোনা-রূপা।

Anurager Chhowa serial Deepa comeback in Sengupta house upcoming episode reveal

সোনার শারীরিক অসুস্থতার কারণে এখন রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকে দীপা। এই বিষয়টি মোটেই পছন্দ নয় সূর্যর। সেই জন্য নানানভাবে দীপাকে অপদস্থ করে সে। রোজ রোজ বাবার কাছে মাকে অপমানিত হতে দেখে বেশ ক্রুদ্ধ রূপা। অবশেষে সূর্যর খারাপ ব্যবহারের প্রতিবার করে সে। একইসঙ্গে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সোনাও।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সোনার চিন্তায় বাড়ি মাথায় তুলেছে সূর্য। কখনও কাঁদছে, কখনও আবার রেগে যাচ্ছে। অপরদিকে সূর্য-দীপার বিয়ের ছবি দেখে সোনা ভাবে, সূর্য আসলে রূপার বাবা। এতদিন সে যাকে বাবা বলে ভেবে এসেছে সে আসলে তার কেউ হয় না।

আরও পড়ুনঃ `বউকে বাঁচাতে চিতা থেকে বেঁচে উঠল স্বয়ম্ভু! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র দুর্ধর্ষ পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Sona, Anurager Chhowa Sona crying

এরপর সূর্য যখন দীপা আর রূপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখন রুখে দাঁড়ায় সোনা। বাবার সিদ্ধান্তের বিরোধিতা করে ছোট্ট সোনা বলে, ওঁরা কোথাও যাবে না। ওঁরা তো তোমার নিজের লোক। তুমি কেন ওঁদের বের করে দিচ্ছো? মেয়ের মুখে একথা শুনে অবাক হয়ে যায় সূর্য। কোন দিকে মোড় নেবে সূর্য, দীপা, সোনা, রূপার সম্পর্ক? উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলিতে।

আরও পড়ুনঃ কূটকাচালি-পরকীয়াহীন, বাংলা সাহিত্য নিয়ে তৈরী এই ৬ সিরিয়াল আজও দর্শকদের কাছে সেরা

অপরদিকে আবার শোনা যাচ্ছে, শীঘ্রই মিশকার সকল ছলচাতুরি ফাঁস হতে চলেছে সূর্যর সামনে। জানা যাবে, সূর্য জানতে পারবে তাঁর এক প্রাক্তন প্রেমিকাকে খুন করেছিল মিশকা। এরপরই তাঁর সামনে আস্তে আস্তে সব জিনিস পরিষ্কার হয়ে যাবে। আপাতত এই ট্র্যাকের অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥