Prosenjit Rituparna Shooting Story : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে উত্তম-সুচিত্রা জুটির পর সবচেয়ে বেশি যে জুটি দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিল তা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন দু’জনে। তাঁদের অনস্ক্রিন রসায়ন ছিল দেখার মতো। পাশাপাশি পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক ছিল ভিষণ গভীর।
একটা সময় টলিউডের অন্দরে কান পাতলেই প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যেত। এখন অবশ্য দু’জনেই পুরোদস্তুর সংসারী মানুষ। তা সত্ত্বেও অবশ্য তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা হয় ভক্তমহলে। প্রায় দীর্ঘ এক দশক কোনও ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি তাঁদের। জনপ্রিয়তার শিখরে থাকতেই প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি ভেঙে গিয়েছিল।
শ্যুটিংয়ের সময় এই ‘লজ্জার কাণ্ড’ ঘটিয়েছিলেন ঋতুপর্ণা!
বহু বছর পর হালফিলে অবশ্য এই তারকাজুটিকে বেশ কিছু সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে। একবার স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তেও (Ismart Jodi) অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দু’জনে। সেদিন আড্ডার ফাঁকেই ঋতুপর্ণার এক ‘লজ্জার কীর্তি’ ফাঁস করে দিয়েছিলেন বুম্বাদা।
আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে শিমুল-ফুলকি, আদৌ সেরা হল অনুরাগের ছোঁয়া? রইল ওলটপালট TRP তালিকা
রোম্যান্টিক দৃশ্যে সংযম হারিয়ে এই কাজ করে ফেলেন অভিনেত্রী!
প্রসেনজিৎ বলেন, একটি সিনেমায় রোম্যান্টিক নাচের দৃশ্য ছিল তাঁদের। সেই দৃশ্যের শ্যুটিংয়ের সময় ঋতুপর্ণাকে প্রসেনজিতের পায়ের কাছে বসতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর আচমকা নাক ডাকার আওয়াজ শুনতে পান অভিনেতা। এরপর বুম্বাদা দেখেন, তাঁর পায়ের সামনে বসেই ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছেন ঋতুপর্ণা! আসলে সেদিন শ্যুটিংয়ের চাপে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী যে প্রসেনজিতের পায়ের সামনে বসেই ঘুমিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ উত্তম কুমারের পর দেবই সেরা ‘ব্যোমকেশ’! আদৌ মানাবে? বিস্ফোরক রঞ্জিত মল্লিক
সুদীপাও একবার ফাঁস করেছিলেন ঋতুপর্ণার ‘বদভ্যাস’র কথা
প্রসেনজিৎ এই পুরনো কথা সবার সামনে ফাঁস করে দিতেই লজ্জায় লাল হয়ে যান ঋতুপর্ণা। ইয়ার্কির ছলে কিছুটা মেরেও দেন বুম্বাদাকে। যদিও শুধু প্রসেনজিৎ একা নন, এর আগে ‘রান্নাঘর’ সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও ঋতুপর্ণার ঘুমিয়ে পড়ার অভ্যাসের কথা ফাঁস করেছিলেন। একবার ঋতুপর্ণাকে নিজের লেখা একটি গল্প পড়ে শোনাতে গিয়েছিলেন সুদীপা। সেই গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর তাঁকে ডাকা হলে ঘুম থেকে উঠে বলেছিলেন, ‘কী ভালো লিখেছিস রে! এত ভালো কী করে লিখিস তুই?’