• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাটিয়ে দিচ্ছে শিমুল-ফুলকি, আদৌ সেরা হল অনুরাগের ছোঁয়া? রইল ওলটপালট TRP তালিকা

Published on:

Target Rating Point List 10th August Bengali Serial Anurager Chhowa Fulki Jagaddhatri who is bengal topper

ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) পছন্দের সিরিয়াল (Bengali Mega) নিয়ে দর্শকদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। শুধু তাই নয়, চ্যানেলের মধ্যেও চলে হাড্ডাহাড্ডি লড়াই, চলে সেরা হওয়ার দৌড়। আর এই লড়াইয়ের বিজেতা কে সেটারই সুরাহা করতে প্রতি সপ্তাহে প্রকাশিত হয় টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা। যেটা দেখার জন্য বৃহস্পতিবার হলেই অপেক্ষায় থাকেন সকলে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই রেজাল্ট, চলুন দেখে নেওয়া যাক কে হল এবারের বেঙ্গল টপার (Bengal Topper)?

যাঁরা নিয়মিত সিরিয়াল দেখেন তারা সকলেই জানেন, বিগত কয়েকমাস ধরে একাধিপত্য চলছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের। প্রতিবারেই সর্বোচ্চ পয়েন্ট পেয়ে সেরা সিরিয়াল হয় সূর্য-দীপার কাহিনী। মাঝে গল্প একঘেয়ে হয়ে গেলেও বর্তমানে রোজই থাকছে নতুন চমক। তাই এবারেও ৮.৪ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া।

29th June Bengali Serial Target Rating Point List anurager chowa first fulki second see complete trp list

দীপার ঠিক পরেই রয়েছে জ্যাস সান্যালের কাহিনী। হ্যাঁ ঠিক ধরেছেন, একটুর জন্য ৮.৩ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী (Jagaddhatri)। এরপর তৃতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় ফুলকি(Fulki)। বিয়ের মিটলেও জটিলতার সবে শুরু, আর এবারে ফুলকির প্রাপ্ত পয়েন্ট ৮.১।

চতুর্থ স্থানে রয়েছে শ্রুতি দাসের সিরিয়াল রাঙা বউ, প্রাপ্ত পয়েন্ট ৭.৭। এর ঠিক পরেই রয়েছে সৃজন-পর্ণার কাহিনী নিম ফুলের মধু। যেটা ৭.৩ পয়েন্ট সহ পঞ্চম স্থানে রয়েছে। অর্থাৎ অনুরাগের ছোঁয়া বাদে সেরা পাঁচে চারটিই জি বাংলার ধারাবাহিক। ষ্টার জলসার একটা সেরা হলেও বাকিরা কিন্তু অনেকটাই পিছিয়ে। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া – ৮.৪ প্রথম
জগদ্ধাত্রী – ৮.৩ দ্বিতীয়
ফুলকি – ৮.১ তৃতীয়
রাঙা বউ – ৭.৭
নিম ফুলের মধু – ৭.৩

বাংলা মিডিয়াম – ৬.১
হরগৌরী পাইস হোটেল – ৫.৯
সন্ধ্যাতারা – ৫.৮
এক্কা দোক্কা – ৫.৭
খেলনা বাড়ি – ৫.৭
কার কাছে কই মনের কথা – ৫.৬

শুরুর পর থেকে এই প্রথমবার সেরা দশের তালিকায় উঠেছে ‘কার কাছে কই মনের কথা’। এছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ সানডে ধামাকা ৬.২ ও ড্যান্স বাংলা ড্যান্স ৫.৬ পয়েন্ট পেয়েছে। তবে ইতিমধ্যেই ষ্টার জলসার পর্দায় আরও এক নতুন সিরিয়ালের আসার খবর মিলেছে। ‘লাভ বিয়ে আজকাল’ এর প্রোমোও প্রকাশ্যে এসেছে, তবে স্লট ঘোষণা এখনও হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥