• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবসে গিয়ে তলানিতে সম্পর্ক! সত্যিই ছেদ পড়ল সুশান্তের এক্স অঙ্কিতা ও ভিকির সুখী দাম্পত্যে?

Updated on:

Ankita Lokhande's ugly fight with Vicky Jain on Big Boss

সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি প্রত্যেকের জীবনেই সম্পর্ক এখন ক্ষণস্থায়ী। একইভাবে এবার ভাঙনের পথে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং ভিকি জৈনের (Vicky jain) সংসার। একসময় বলিউডের (Bollywood) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দীর্ঘদিনের প্রেমিকা ছিলেন অঙ্কিতা। তারপর নতুন করে তিনি প্রেমে পড়েছেন ভিকির। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২১  সালে সম্পন্ন হয় তাঁদের রাজকীয় বিয়ে।

হিন্দি টেলিভিশনের চর্চিত রিয়ালিটি শো বিগবসের (Big Boss) চলতি সিজনে এখন জুটি বেঁধে হাজির হয়েছেন অঙ্কিতা এবং ভিকি। তাই অনুরাগীরা ভেবেছিলেন এই সেলেব জুটির মিষ্টি মুহূর্ত দেখতে পাবেন সবাই। কিন্তু আশাপূরণ হওয়ার বদলে আশাহত হলেন অনুরাগীরা। বিগ বসের ঘরে আসার পর থেকে ক্রমশ চওড়া হচ্ছে ভিকি,অঙ্কিতার সম্পর্কের ফাটল।

Ankita Lokhande and Vicky Jain, Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss 17

কয়েক দিন আগেই হাপুস নয়নে অঙ্কিতা অভিযোগ করেছিলেন, ভিকি নাকি ‘বিগ বস্’-এর ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে হেসেখেলে কথা বললেও সময় দিচ্ছেন না অঙ্কিতাকে।সেই থেকেই ঘটনার সূত্রপাত। অঙ্কিতার এই অভিযোগ সামনে আসতেই দুজনের মধ্যে শুরু হয় অশান্তি। এমনকি ভিকি, অঙ্কিতার কাছে ক্ষমা চাওয়ার পরেও মেটেনি সেই ঝগড়া।

আরও পড়ুনঃ জেল থেকে পালিয়ে সূর্যকে ‘আই লাভ ইউ’ বলতে হাজির মিশকা, মাথায় হাত দীপার! ফাঁস দুর্ধর্ষ পর্ব

উল্টে দিনে দিনে বেড়েই চলেছে তাঁদের সম্পর্কের তিক্ততা।সম্প্রতি ভিকির বিরুদ্ধে অঙ্কিতা অভিযোগ করেন যে, তাঁকে ছাড়া ‘বিগ বস্’-এর ঘরের অন্য সব প্রতিযোগীদের সময় দিচ্ছেন ভিকি। শুধু তাই নয়, অঙ্কিতার অভিযোগ, নিজেদের দাম্পত্য জীবনে সমস্যা ভিকি আলোচনা করছেন  অন্য এক প্রতিযোগীর সঙ্গে। অঙ্কিতার কথায়, ‘আমার ভাল লাগছে না। আমি নিজে খেলায় মন দিতে পারছি না, কারণ আমার বার বার মনে হচ্ছে যে, আমার দু’জনে একসঙ্গে এসেছিলাম এখানে… আর এখন আমরা আর একসঙ্গে নেই।’

আরও পড়ুনঃ গতবছর সঙ্গে ছিল ঐন্দ্রিলা! এবছর কেমন কাটল দুর্গাপুজো? নিজেই জানালেন সব্যসাচী

Ankita Lokhande's ugly fight with Vicky Jain on Big Boss

ভিকির উদেশ্যে অঙ্কিতার আরও সংযোজন ‘’তুমি আমাদের সংসারের অশান্তি নিয়ে অন্য এক জনের সঙ্গে আলোচনা করছ। আমার সেটা মোটেই পছন্দ নয়। আমাকে এসে সবাই বলছে, ‘তোমার স্বামী তো ওর সঙ্গে সবচেয়ে বেশি কথা বলে’। এগুলো শুনতে কার ভাল লাগে!’’

অঙ্কিতার অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভিকিরও পাল্টা জবাব ‘আমি যখন কোনও দায়িত্ব নিতে চাই, তখন তুমি আমার পাশে দাঁড়াও না। তুমি কোনও যুক্তি মানতে চাও না। আমার প্রতি কোনও শ্রদ্ধাও দেখাও না তুমি। এ রকম চলতে থাকলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারব না।’ এখানেই শেষ নয় ভিকি এদিন স্পষ্ট জানিয়েছেন, ‘আমি জানি স্বামী হিসাবে আমি ব্যর্থ। কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি বলে সব সময় তোমার পিছনে পিছনে ঘুরব, এটা হতে পারে না। এই বোকা বোকা কাজ আমি করতে পারব না!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥