• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেল থেকে পালিয়ে সূর্যকে ‘আই লাভ ইউ’ বলতে হাজির মিশকা, মাথায় হাত দীপার! ফাঁস দুর্ধর্ষ পর্ব

Published on:

Mishka escape from jail Anurager Chhowa serial upcoming episode reveal

মহালয়া থেকেই দুর্গা পুজোর রেশ এসে পড়েছে বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতেও। ব্যতিক্রম নয় স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ও (Anurager Chhowa)। খলনায়িকা মিশকার (Mishka) চক্রান্তে বিগত প্রায় এক বছর ধরে ব্যাপক মন কষাকষি চলছিল এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa)। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছে সূর্য।

তারপরেই বেরিয়ে আসে মিশকার আসল রূপ। এরপর ১৮০ ডিগ্রি ঘুরে নতুন মোড় নেয় সিরিয়ালের গল্প। প্রথমে বেআইনি ভাবে সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়ে প্রেগন্যান্ট হয় মিশকা। তারপর মরে যাওয়ার নাটক করে নিজের খুনের দায়ে সূর্যকে জেলে পাঠায় মিশকা। কিন্তু দীপা মনে মনে জানতো তার ডাক্তারবাবু এই অন্যায় কাজ কিছুতেই করতে পারে না।

Mishka escape from jail Anurager Chhowa serial upcoming episode reveal

তাই দীপা প্রতিজ্ঞা করেছিল দেবী পক্ষের আগেই সে সূর্যকে নির্দেশ নির্দোষ প্রমাণ করযে। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখেছে দীপা। সকলের সামনে মিশকার মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে দীপা। আদালতে দাঁড়িয়ে মিশকা নিজের সমস্ত ভুল স্বীকার করেছিল। তাই এখন একদিকে পুজোর সময় যখন গোটা সেনগুপ্ত পরিবারের সদস্যরা যখন খুশিতে মেতে উঠেছেন তখন নিজের অপরাধের জন্য জেলের ঘানি টানছে মিশকা।

আরও পড়ুনঃ গতবছর সঙ্গে ছিল ঐন্দ্রিলা! এবছর কেমন কাটল দুর্গাপুজো? নিজেই জানালেন সব্যসাচী

যদিও জেলে যাওয়ার আগে মিশকা জানিয়েছিল সে ফিরে আসবেই। ইতিমধ্যেই দেখা গিয়েছে অষ্টমীর দিন খবরের কাগজে  মিশকার সূর্যকে ভালোবাসার করুণ কাহিনী বেরিয়েছে খবরের কাগজে। সেই কাগজ পড়ে নতুন বিপদের ভয়ে আঁতকে উঠেছিল দীপা। দীপার সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করেই পুজোর দিনেই জেল থেকে পালিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির মিশকা।

আরও পড়ুনঃ আমি আমার বরের যেটা খেয়ে থাকি! দাদাগিরির মঞ্চে ত্বরিতা কথা শুনে ‘থ’ সৌরভ গাঙ্গুলিও

Mishka escape from jail Anurager Chhowa serial upcoming episode reveal

জেলের পুলিশকে ঘুষ দিয়েই এদিন সেনগুপ্ত বাড়িতে আসে মিশকা। আর সেই ঘুষখোর পুলিশ মিশকা সেজে জেলের ভিতর পড়ে থাকে। এরপর দেখা যাবে গোটা সেনগুপ্ত পরিবার যখন হাসি আনন্দে মশগুল তখন মিশকা ছদ্মবেশ নিয়ে আড়াল থেকে সূর্যকে নিজের কাছে টেনে নিয়ে বলবে ‘হ্যাপি পুজো সূর্য, আই লাভ ইউ’। সূর্য মিশকাকে ভয়টাই চিৎকার করে ওঠে।

যদিও ততক্ষণে মিশকা পগার পাড়। সে আবার গিয়ে চুপচাপ জেলে ঢুকে পড়ে। অন্যদিকে সূর্য যখন  দীপাকে জানায় মিশকা এসেছিল, তখন দীপা প্রথমে তা বিশ্বাস করেনা। এরপর দেখা যাবে দীপা সত্যি যাচাই করতে জেলে যাবে। কিন্তু ততক্ষণে মিশকা জেলে ঢুকে পড়ায় পুলিশ অফিসার দীপাকেই কথা শোনায়। এখন দেখার আগামী পর্বে সূর্য-দীপার জীবনে মিশকা নতুন কোন ঝড় তোলে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥