• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা হওয়ার ক্ষমতা নেই কবীরের! এতদিনে সূর্যর সামনে খুলল মিশকার মুখোশ, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

Published on:

Star Jalsha,Bengali serial,Serial,Television,TV serial,Anurager Chhowa,Surjya,Deepa,Kabir,Mishka,স্টার জলসা,বাংলা সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,সূর্য,দীপা,কবীর,মিশকা

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সূর্য-দীপার মহামিলন পর্ব শীঘ্রই আসতে চলেছে। ইতিমধ্যেই দু’জনের সম্পর্কের জট খুলতে শুরু করে দিয়েছে। সূর্য যেভাবে অসুস্থ দীপার যত্ন করেছে তা দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। এবার ফের তাদের সম্পর্ক একটি নতুন মোড় নিতে চলেছে। সূর্য জানতে পারবে, কবীর (Kabir) কোনোদিন বাবা হতে পারবে না।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সূর্য (Surjya) এতদিন ধরে ভাবতো তার বাবা হওয়ার ক্ষমতা নেই। মিশকার (Mishka) দেখানো নকল রিপোর্টে বিশ্বাস করে বছরের পর বছর ধরে এই ধারণা বয়ে বেরাচ্ছে সে। এই কারণেই দীপার (Deepa) প্রেগন্যান্সির খবর শোনার পর সে তাকে দুশ্চরিত্রা ভেবেছিল। এমনকি এখনও সে ভাবে সোনা-রূপা আসলে দীপা এবং কবীরের সন্তান। তবে এবার আসল সত্যি জানতে চলেছে সে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

ধারাবাহিকের (Bengali Serial) আসন্ন পর্বে দেখানো হবে, অসুস্থ অবস্থাতেও দীপা সূর্যকে বলে সোনা-রূপা তারই সন্তান। এতদিন এই কথায় বিশ্বাস না করলেও সূর্য এবার দীপাকে বিশ্বাস করে। সে মনে মনে বলে, জানি না আমার কেন মনে হচ্ছে আজ দীপা যা বলছে সব সত্যি। এরপর হাসপাতালে গিয়েই এক মারাত্মক সত্যির সম্মুখীন হয় সে।

আরও পড়ুনঃ সোনার চেয়েও দামি! লাখ টাকার ঢাকায় শাড়ি বেচছেন সুদীপা, দাম দেখেই ধুয়ে দিল নেটপাড়া

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Shibani

আরও পড়ুনঃ পোড়া কপাল! কুচুটে শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক দিয়ে নতুন বিপদে শিমুল! ফাঁস ধুন্ধুমার মহাপর্ব

আজকের পর্বে দেখতে পাবেন, হাসপাতালে গিয়ে সূর্য দেখে রিপোর্ট হাতে কাঁদছে শিবানী। তাকে সেই অবস্থায় দেখে চমকে ওঠে সূর্য। এরপর শিবানী সেখান থেকে চলে গেলে সূর্য গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে শিবানী কেন কাঁদছিল? তখন ডাক্তারবাবু বলেন, আসলে ওনারা কোনও দিন মা-বাবা হতে পারবেন না।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)


একথা শুনে আকাশ থেকে পড়ে সূর্য। সে পাল্টা জিজ্ঞেস করে, সমস্যাটা কার শিবানীর নাকি কবীরের? তখন ডাক্তারবাবু বলেন, সমস্যাটা কবীরের। জবাব শুনে মাথায় বাজ পড়ে সূর্যর। একথা শুনেই সে বুঝতে পারে, সোনা-রূপা তাহলে কবীরের সন্তান নয়।

এবারই কি তাহলে ডিএনএ টেস্ট করিয়ে সূর্য জানতে পারবে নিজের মেয়েদের আসল পরিচয়? সব সত্যি জানার পর মিশকাকেও বা কী শাস্তি দেবে সে? সব উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥