Jisshu Sengupta opens up about his personal and professional life: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) হাতেগোনা যে কজন তারকা বলিউডে চুটিয়ে কাজ করছেন তাঁদের মধ্যে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) অন্যতম। নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই রানী মুখার্জি, কীর্তি কুলহারি, বিদ্যা বালান সহ একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন এই বঙ্গ তনয়। শীঘ্রই মুক্তি পেতে চলেছে যীশু এবং কাজল অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ (The Trial)।
এর আগে কাজলের মা তনুজার সঙ্গে কাজ করেছিলেন যীশু। এবার মেয়ের সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন? সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেতা। যীশু বলেন, ‘আমার কাছে যখন এই অফার এসেছিল তখন না করার কোনও প্রশ্নই ছিল না। আমি ওঁর বিশাল বড় ফ্যান। ওঁর সঙ্গে যখন প্রথম দেখা হয় আম ওঁকে জানাই যে আমি ওঁর মায়ের সঙ্গে কাজ করেছি। কাজল উত্তরে বলেছিল, ‘আমি জানি। মা তোমায় গুড বয় বলে। কিন্তু তুমি তো ম্যান। এরপর থেকে সেটে আমায় সবাই ‘গুড বয়’ বলেই খ্যাপাতো’।
যীশুর সংযোজন, ‘প্রথমে ওঁর সঙ্গে কাজ করতে আমার একটু ভয় করতো। তবে ও যখন আমার সঙ্গে কথা বলতো তখন মনে হতো ও আমার কতদিনের চেনা। তনুজা আন্টিও আমার সঙ্গে সেটে দেখা করতে এসেছিল। সব মিলিয়ে কাজলের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ’।
একই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন যীশু। অভিনেতা জিজ্ঞেস করা হয়, পর্দায় এবং সহকর্মীদের কাছে তিনি ‘গুড বয়’ কিংবা ‘গুড হাজব্যান্ড’ হলেও তিনি বাস্তবে কেমন? জবাবে তিনি সাফ বলেন, ‘আমি গুড হাজব্যান্ড কিংবা ভালো বাবা কোনোটাই নই। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি সেটা দিতে পারি না’।
আরও পড়ুনঃ ভালো করতে গিয়ে খারাপ হল মেঘ! দজ্জাল ননদ গিনি আবার অপমান করলো বৌদিকে
গত ২-২.৫ বছরে বলিউডে চুটিয়ে কাজ করেছেন যীশু, তবে টলিউডে তাঁকে সেভাবে দেখা যায়নি। হঠাৎ কেন বাংলা সিনেমায় কাজ করা কমিয়ে দিলেন তিনি? উত্তরে অভিনেতা বলেন, ‘আমি ইচ্ছে করে করিনি। এটা হয়ে গিয়েছে। গত দু-আড়াই বছরে আমি বাংলায় ভালো চিত্রনাট্য পাইনি। যারা রটাচ্ছেন আমি উপলব্ধ নই বা আমায় পাওয়া যাবে না, তাঁরা আসলে আমায় কাজ দিতে চান না’।
তবে গত কয়েক বছর টলিউড থেকে দূরে থাকলেও শীঘ্রই ফের বাংলা সিনেমায় দেখা যাবে যীশুকে। অভিনেতা বলেন, ‘সৃজিতের সঙ্গে আমি আবার কাজ করতে চলেছি। চার বছর পর ফের আমরা একসঙ্গে ‘দশম অবতার’এ কাজ করতে চলেছি। এছাড়া সম্প্রতি ‘পালান’ করলাম’।