• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো করতে গিয়ে খারাপ হল মেঘ! দজ্জাল ননদ গিনি আবার অপমান করলো বৌদিকে

Published on:

Ichcheputul serial again Gini Insults her sister in law megh

একাধিক বাংলা সিরিয়ালের ভীড়ে ইদানীং বিশেষভাবে নজর কাড়ছে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালটি। ধারাবাহিকের গল্প থেকে বিষয়বস্তু সবেতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া! তাই একঘেয়েমি থেকে বেরিয়ে এই রুচিসম্মত সিরিয়ালটি খুব অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। যদিও এখনও পর্যন্ত টি আর পি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি ইচ্ছে পুতুল।

তবে দর্শকদের কাছে সব সিরিয়ালের বিচার টি আর পি তালিকায় থাকা সংখ্যা দিয়ে হয় না। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক টানটান উত্তেজনা। তাই ইদানিং এই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না দর্শক। এতদিন এই সিরিয়ালের নায়িকা মেঘ মুখ বুজে সব অন্যায় সহ্য করায় তাঁকে সবাই ‘ন্যাকা’ বলে কটাক্ষ করতো।

Ichcheputul serial new twist Megh will not forgive Neel anymore audience get exited

কিন্তু এখন মেঘও আর মুখ বুজে তার দিদিভাই ময়ূরীর সব অন্যায়কে আর প্রশ্রয় দেয় না। তাই মুখচোরা মেঘ এখন যেভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে উঠেছে তা ভীষণ পছন্দ করছেন দর্শক। সহ্যেরও যে একটা সীমা থাকে সেটা বোঝাতেই এবার মেঘকে একটু হলেও ভয় পেতে শুরু করেছে ময়ূরীও। গত পর্বেই মেঘ দেখিয়ে দিয়েছে প্রয়োজনে সেও গর্জে উঠতে পারে।

তবে রাগে অপমানে জর্জরিত মেঘ প্রথমে তাঁর বাপির কাছে চলে গেলেও পরে নীলের কথা শুনে তাকে শেষ বারের মতো একটা সুযোগ দিয়েছে মেঘ। তাই ইতিমধ্যেই নীলের সাথে শ্বশুরবাড়ি ফিরে এসেছে মেঘ। আর শ্বশুরবাড়ি ফিরতে না ফিরতেই মেঘের সামনে হাজির নতুন চ্যালেঞ্জ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souroneel,ময়ূরী,Mayuri,গিনি,Gini,রুদ্রনীল সান্যাল,Rudraneel Sannal,নতুন চরিত্র,New Character,খলনায়ক,Villain,ফাহিম মির্জা,Fahim Mirza,নতুন চমক,New Twist

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সদ্য মেঘের ননদ গিনির প্রেমিক হয়ে সিরিয়ালে এন্ট্রি হয়েছে এক নতুন খলনায়কের। যার নাম রূপঙ্কর সান্যাল। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন মিঠাই সিরিয়ালের রুদ্র অভিনেতা ফাহিম মির্জা।এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে ইচ্ছে পুতুলে গিরিন নায়ক রূপঙ্কর আগে থেকে চিনত এবং মেঘ একে অপরকে আগে থেকে চিনতো কিন্তু মেঘ জানে রূপঙ্কর একেবারেই ভালো ছেলে নয়, তাই সে আগে থেকেই গিনিকে সাবধান করতে যায়।

https://youtu.be/k0N6hSo5CCk

কিন্তু মেঘকে যেহেতু গিনি প্রথম থেকেই সহ্য করতে পারে না তাই মেঘের কোন কথা না শুনেই আগে থাকে তাকে অপমান করে কথা শোনাতে শুরু করে দেয় গিনি। সেইসাথে মেঘকে পরিষ্কার জানিয়ে দেয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে সে যেন কোনো কথা না বলে। তাহলে আগেরবার যেমন বাড়ি দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল এবারও তাই হবে। এখন দেখার আগামীদিনে মেঘ কি করে গিনিকে রূপঙ্করের বদ মতলবের হাত থেকে বাঁচায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥