• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা-রুপাই পারবে! মেয়েদের দৌলতেই রোম্যান্স শুরু সূর্য-দীপার, দৃশ্য দেখেই আনন্দে আত্মহারা দর্শক

Anurager Chowa Surja-Deepa Romance: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে একটাই সিরিয়াল। তা হলো স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।  এই নিয়ে টানা প্রায় ৩০ বার বেঙ্গল টপার  হয়ে নতুন রেকর্ড তৈরি করেছে সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প।  যদিও এখন এই সিরিয়ালে তাঁদের জনপ্রিয়তাকেও  ছাপিয়ে গিয়েছে সেনগুপ্ত বাড়ি দুই মিষ্টি মেয়ে সোনা-রুপা।

তাঁদের পাকা পাকা কথা আর তুখোড় অভিনয় প্রতিনিয়ত মন জয় করে চলেছে দর্শকদের। এই মুহূর্তে ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব জুড়ে থাকছে টানটান উত্তেজনা। তাই এখনও সূর্য-দীপার মিল না হলেও ইতিমধ্যেই  পর্দা উঠেছে অনেক সত্যের উপর থেকে। যদিও সূর্য এখনও অন্ধের মত বিশ্বাস করে চলেছে তার বেস্ট ফ্রেন্ড মিশকার প্রত্যেকটা কথা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই এখনও  সে ঠিক ভুলের বিচার করতে অপারক।  তাই মিশকার স্বরূপ বুঝতে পারা তো দূর শুধুমাত্র নিজের জেদের বশেই কাছে থেকেও দুই মেয়ে সোনা-রুপার থেকেও এখন অনেক দূরে চলে গিয়েছে সূর্য।   সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের আত্মসম্মানকে দূরে রেখে সেনগুপ্ত বাড়িতে মায়ের অধিকারের জোরেই পাকাপাকিভাবে ফিরে এসেছে দীপা।

অন্যদিকে ছোট্ট সোনার কিছুতেই রাগ কমছে না বাবা সূর্যের উপর থেকে। আর সেই যন্ত্রণায় একেবারে মরমে মরে যাচ্ছে সূর্য। তাই ডাক্তারবাবুর কষ্টটা বুঝতে পেরে তার পাশে থাকতে গিয়েও বারবার অবমানিত হচ্ছে দীপা।  এরই মধ্যে প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার একটি নতুন প্রোমো।

আরও পড়ুনঃ স্বামী নামের কলঙ্ক! দীপাকে কাজের লোক বলে অতিথিদের সামনে অপমান সূর্যর, ধুয়ে দিল দর্শকরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,রোম্যান্স,Romance,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,আসন্ন পর্ব,Upcoming Episode

আরও পড়ুনঃ ‘মন ফাগুন’ করেই বাজিমাত! ঋষি-পিহুর পারিশ্রমিকের অঙ্কটা সত্যি চোখ কপালে তোলার মতো

সেখানে দেখা যাচ্ছে সূর্য-দীপার মিল করাতে এবার কোমর কষেছে তার দুই মেয়ে সোনা রুপা। তাই প্রোমোতে দেখা যাচ্ছে ফুলের বাগানের মধ্যে হাতে  জলের পাইপ নিয়ে দুষ্টুমি করে সূর্যকে ভিজিয়ে দিচ্ছে সোনা-রুপা।  তখনই তাদেরকে থামাতে সামনে চলে আসে দীপা। আর তখন মুচকি হেসে সোনা-রুপা বলে ওঠে ‘আমরা এবার একসাথেই থাকবো’।

আর ‘সোনা বলতে থাকে এইবার বাবা-মা এক হবে’।  এরপর দেখা যায় সূর্য-দীপা মান অভিমানের মধ্যেই জলে ভিজে একে অপরের চোখের দিকে তাকিয়েই হারিয়ে গিয়েছে কোন গভীরে। বহুদিন পর সূর্য এই মিষ্টি মুহূর্ত দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরাও।