• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড্ড আপন ছিল, ৬ বছরের সম্পর্কে ইতির কথা জানিয়ে চোখে জল জিতু কমলের!

Published on:

Tollywood actor Jeetu Kamal says goodbye to his old car

সম্প্রতিকালে জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) বিচ্ছেদ নিয়ে সরগরম টলিপাড়া (Tollywood)। ৬ মাস আগেই এই সেলেব দম্পতির ছাদ আলাদা হয়েছে। সেপ্টেম্বর মাসে ডিভোর্সের শংসাপত্র হাতে পেয়ে যাবেন। গত বছরও একসঙ্গে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চ কাঁপানো জিতু-নবনীতার সংসার যে এভাবে ভেঙে যাচ্ছে তা এখনও মেনে নিতে পারেনি অনেক অনুরাগী।

বিয়ে ভাঙার খবর প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নবনীতা। এবার জিতু ‘আরেক প্রিয়’র সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন। ডিভোর্সের (Divorce) ধাক্কা কাটতে না কাটতেই আরও এক ‘প্রিয়’র সঙ্গে সম্পর্কে ইতি পড়ল অভিনেতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি আবেগঘন পোস্ট করে জিতু নিজেই জানিয়েছেন সেকথা।

Jeetu Kamal, Jeetu Kamal car

দিন কয়েক আগে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন ‘অপরাজিত’ নায়ক। সেই পোস্টের মাধ্যমেই জানান, তাঁর ৬ বছর পুরনো গাড়িকে (Car) বিদায় জানানোর সময় এসে গিয়েছে। লাল রঙের ভার্না গাড়িটিকে ভালোবেসে ‘লাল ষাঁড় ৭২৭২’ বলে সম্বোধন করতেন অভিনেতা। খুব সম্ভবত এই গাড়িটি বিক্রি করে দিচ্ছেন তিনি। তার জায়গায় হয়তো আসবে ঝাঁ চকচকে নতুন গাড়ি। কিন্তু তাই বলে পুরনোর মায়া কাটানো তো এত সহজ নয়।

আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! মিঠাইয়ের পর নতুন নায়িকার সাথে কামব্যাক করছে উচ্ছেবাবু, রইল গোপন আপডেট

জিতু ফেসবুকে গাড়িটিকে বিদায় জানিয়ে লেখেন, ‘আমার আরেক প্রিয়’র ছুটি হল। অনেক ওঠাপড়ার সাক্ষী ছিল এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু! ছোট্ট ছিলো, কিন্তু বড্ড আপন ছিল’।

আরও পড়ুনঃ বিয়েটা এখন ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে! এযুগের ঠুনকো সম্পর্ক নিয়ে বিস্ফোরক মধুবনী

Jeetu Kamal, Jeetu Kamal car

‘লাল ষাঁড় ৭২৭২’কে বিদায় জানানোর পোস্টে একটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন জিতু। সেই স্ক্রিনশটটি ২০১৭ সালের ২১ আগস্ট করা একটি পোস্টের। শো-রুমে ‘প্রিয়’ ‘লাল ষাঁড়’র সঙ্গে যখন দেখা হয়েছিল, সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেতা। বিদায় বেলায় সেই দিনটি ফিরে দেখেন নায়ক। ‘লাল ষাঁড়’র সঙ্গে জড়িয়ে থাকা সকল স্মৃতি বুকে আগলে তাকে বিদায় জানান অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥