• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই সুখবর! মিঠাইয়ের পর নতুন নায়িকার সাথে কামব্যাক করছে উচ্ছেবাবু, রইল গোপন আপডেট

Published on:

Adrit Roy will comeback soon with a new bengali cinema

বাংলা সিরিয়ালের (Bengali Serial) উচ্ছে বাবু তিনি। জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের হাত ধরেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন সিদ্ধার্থ (Sidhartha) অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। হ্যান্ডসাম এই হিরোর চাহনি থেকে হাসিতে ফিদা গোটা বাংলার অসংখ্য তরুণী। তাই এমনি এমনিই তাঁকে বং ক্রাশ বলেন না ভক্তরা। বড় পর্দার হাত ধরে অভিনয় জীবন শুরু করলেও আদৃতকে জনপ্রিয়তা এনে দিয়েছে ছোট পর্দাই।

ছোট পর্দায় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সাথে তাঁর জুটি হয়েছিল সুপারহিট। বাংলা সিরিয়ালে অভিনয় করার আগে নূরজাহান,প্রেম আমার ২,পাসওয়ার্ড, কিংবা পরিণীতার  বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু বড় পর্দায় তার অভিনয় সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকমহলে। তাই এক বন্ধুর পরামর্শ মেনেই  প্রথমবার তিনি পা রেখেছিলেন বাংলা সিরিয়ালে। আর শুরুতেই ছোটপর্দায় একেবারে সুপারহিট আদৃত রায়।

Mithai Serial Adrit Roy Soumitrisha Kundu

মোদক বাড়ির এই কার্তিক ঠাকুরকে প্রতিদিন টিভির পর্দায় দেখার অপেক্ষায় থাকতেন অসংখ্য দর্শক।একটা সিরিয়াল করেই বাংলা সিরিয়ালের জগতে রীতিমতো তারকা হয়ে উঠেছেন আদৃত।  মিঠাই সিরিয়ালের দৌলতেই ইদানিং ইন্ডাস্ট্রিতেও তাঁর  কদর বেড়েছে। তবে মিঠাই শেষ হওয়ার পর থেকে একের পর এক কাজের প্রস্তাব পেলেও তিনি কবে আবার কামব্যাক করবেন সেই অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ ‘জানোয়ার’ একটা! পরাগ গায়ে হাত তুলতেই পুলিশে যাওয়ার সিদ্ধান্ত শিমুলের, ঠিক হবে বলছে দর্শকেরা

সে বিষয়ে এতদিন পর্যন্ত কোন খবরনা মিললেও এবার পুজোর ঠিক আগেই আনন্দবাজার অনলাইন সূত্রেই এল এক বড়সড় আপডেট। জানা গেছে ছোট পর্দার উচ্ছেবাবু আবার নায়ক হয়ে কামব্যাক করছেন বড় পর্দায়। তবে এবার তিনি অভিনয় করতে চলেছেন একেবারে কমার্শিয়াল বাণিজ্যিক সিনেমায়। তার আসন্ন সিনেমার নাম ‘পাগল প্রেমী’। তাই নাম থেকেই একপ্রকার স্পষ্ট আদৃতের আসন্ন সিনেমাটি একেবারে বাণিজ্যিক সিনেমা হতে চলেছে।

আরও পড়ুনঃ ফিতে কেটেই লাখপতি! দীপা-জগদ্ধাত্রী থেকে কোয়েল শ্রাবন্তীদের ফিস দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের

Mithai fame Sidhartha actor Adrit Roy opens up about his upcoming project

তবে আসন্ন এই  সিনেমায় আদৃতের  বিপরীতে নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। টলিপাড়া সূত্রে খবর এসভিএফ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছে অভিরূপ ঘোষ। এর আগে তিনি ‘কে: সিক্রেট আই’, ‘ব্রহ্মদৈত্য’-র মতো সিনেমা পরিচালনা করেছেন এছাড়াও ‘ব্যাধ’ এবং ‘দ্য বেঙ্গল স্ক্যাম: বিমা কাণ্ড’-এর মতো ওয়েব সিরিজ়ও পরিচালনা করেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥