• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দোলনের সাথে সুখী সংসারের মন্ত্র কি? হাসি মুখেই দাম্পত্যের সিক্রেট জানালেন দীপঙ্কর দে

Updated on:

Dipankar De Dolon Roy healthy relationship secret revealed

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দোলন রায় (Dolon Roy)দীপঙ্কর দে (Dipankar Dey) এর জুটি নিয়ে হামেশাই চর্চা লেগে রয়েছে। দীর্ঘদিন ধরে লিভ ইন রিলেশনে থাকার পর আইনি ভাবে বিয়েও করে নিয়েছেন দুজনে। ২০২০ সালে দীপঙ্কর ও দোলন বিয়ের সিদ্ধান্ত নেন। যা সংবাদ মাধ্যমের শিরোনাম আসে। তবে বিয়ের পরেই হাসপাতালে ভর্তি হয়েছিল অভিনেতাকে।

এসবের পর সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি শুরু হয় এই বিষয় নিয়ে। তবে সমস্ত চর্চা আর নেটিজেনদের কটাক্ষ এড়িয়ে দিব্যি অটুট রয়েছে তাদের তাদের সম্পর্ক। আবার অনেকেই দোলন-দীপঙ্কর জুটির প্রশংসা করেন। জিজ্ঞাসা করেন এমন সুমধুর সম্পর্কের সিক্রেট কি? এদিন সৌরভ গাঙ্গুলিও সেই প্রশ্ন করেন অভিনেতাকে।

Tollywood actress Dolon Roy reveals the struggle she faced because of relationship with Deepankar De

আসলে সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’। এই দাদাগিরিতে কয়েকবছর আগে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিল দোলন-দীপঙ্কর জুটি। অনুষ্ঠান চলাকালীন সৌরভ প্রশ্ন করেন এমন সুখী দাম্পত্যের রহস্য কি? উত্তরে হাসি মুখেই অভিনেতা জানান, ‘তেমন কিছুই না। একটু ভালোমন্দ খাওয়ানো, দেশে-বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া তাতেই খুশি বউ। তেমন খাটতে হয় না’।

আরও পড়ুনঃ চয়নকে ভুলে কার হাত ধরল রুচিরা? অভিনেত্রী সৌমির বাস্তবের প্রেমিককে চেনেন? রইল ছবি সহ পরিচয়

অভিনেতার থেকে এমন একটা উত্তর পেয়ে উপস্থিত সকলেই হেসে ওঠেন। আর সেই সাথে সুখী দাম্পত্যের এই গোপন সিক্রেট নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে মাঝে দুঃসংবাদ এসেছিল অভিনেতার জীবনে। কিছুদিন আগেই বড় মেয়েকে হারিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘শেষ করাটা দরকার ছিল’! শ্রীতমার সাথে ব্রেক আপ প্রসঙ্গে বিস্ফোরক ‘সোমরাজ’ ঋত্বিক

বর্তমানে অভিনেত্রী দোলন রায় সিরিয়ালের কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। তবে বয়স হওয়ায় পর্দায় তাকে কমই দেখতে পাওয়া যায়। অভিনেতার মেয়ে চলে যাওয়ার পর দোলনের সাথে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে , তখন তিনি জানান “উনি এখন কথা বলার পরিস্থিতিতে নেই। সন্তান চলে গিয়েছে আর আমরা যাব না। দীপঙ্করের খুবই মনখারাপ, কথা বলতে পারছেন না।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥