• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সহ্যই করতে পারতেন না! এতদিনে ফাঁস হল দেবশ্রীর শতাব্দীকে দুচোখের বিষ মনে করার কারণ

Published on:

Satabdi Roy Opens talked About Her Realations With Debashree Roy

বিনোদন ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব শোনা যায়, তা হল নায়িকারা কোনোদিন একে অপরের বন্ধু হতে পারে না। ওপর ওপর যতই বন্ধুত্বের ‘নাটক’ থাকুক না কেন, ভেতর ভেতর রেষারেষি চলতেই থাকে। নব্বইয়ের দশকে টলিউডের (Tollywood) জনপ্রিয় তিন নায়িকা দেবশ্রী রায় (Debashree Roy), শতাব্দী রায় (Satabdi Roy) এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যেও কি বিষয়টা এমনই ছিল? একবার এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন শতাব্দী নিজে।

টলিপাড়ার এই নামী অভিনেত্রী জানান, ঋতুপর্ণার সঙ্গে সম্পর্ক ভালো হলেও, দেবশ্রীর সঙ্গে তাঁর একেবারেই বনিবনা ছিল না। একসময় ছিল যখন টলিউড কাঁপাতেন শতাব্দী এবং দেবশ্রীই। যদিও দেবশ্রী একটু সিনিয়র ছিলেন। তবে তা সত্ত্বেও শতাব্দী আসার পর কে নম্বর ওয়ান তা নিয়ে চর্চা চলতই।

Debashree Roy and Satabdi Roy

শতাব্দী আসার আগে টলিউডের সেরা নায়িকা ছিলেন দেবশ্রী। দর্শকদের মনের মণিকোঠায় ছিল তাঁর স্থান। তবে প্রতিযোগিতার মখে পড়তেই দুই নায়িকার মধ্যে বাঁধে ‘সংঘাত’। শতাব্দী বলেন, ‘আমার অনেক থাকে দেবশ্রী নায়িকা ছিল। ও তখন নম্বর ওয়ান নায়িকা ছিল। কিন্তু আমি আসার পর চর্চা শুরু হয় যে কে সেরা’।

শতাব্দীর সংযোজন, ‘আমাদের মধ্যে কিন্তু একেবারেই ভালো সম্পর্ক ছিল না। দেবশ্রীর তরফ থেকেই সম্পর্ক ভালো ছিল না। আমি কোনোদিন ওঁর থেকে ভালোভাবে ওয়েলকাম পাইনি। একসঙ্গে আমরা একটা সিনেমায় (শ্রদ্ধাঞ্জলি) কাজ করেছিলাম। সেখানে প্রসেনজিৎ আমাদের খুব ভালোভাবে সামলেছিল যাতে আমাদের মধ্যে কোনও ঝামেলা না হয়’।

Debashree Roy and Satabdi Roy

তবে একসঙ্গে টলিউডে কাজ করার সময় দেবশ্রীর সঙ্গে সম্পর্ক ভালো না হলেও, এখন দুই নায়িকার মধ্যে কিন্তু সম্পর্ক বেশ ভালো বলেই জানিয়েছেন শতাব্দী। অভিনেত্রী বলেন, ‘আমাদের মধ্যে এখন সম্পর্ক বেশ ভালো। আমি দেবশ্রীর সঙ্গে এখন খুব কমফর্টেবল বোধ করি। দেখা হলে কথা, খারাপলাগা, ভালোলাগা শেয়ার করি। যখন আমরা নিয়মিতভাবে কাজ করতাম তখন একেবারে ভালো সম্পর্ক ছিল না’।

Debashree Roy and Satabdi Roy

তবে শুধুমাত্র দেবশ্রীর সঙ্গেই নয়, ঋতুপর্ণার সঙ্গেও শতাব্দীর রেষারেষির গুঞ্জন শোনা যেত। যদিও সেগুলিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন অভিনেত্রী। শতাব্দী জানান, তাঁর পরিচালিত ‘ওম শান্তি’ ছবির পোস্টার নিয়ে দু’জনের মধ্যে খানিক মনোমালিন্য হলেও সেসব এখন অতীত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥