• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আবহেই বিরাট সুখবর! দ্বিতীয় বার বাবা হলেন জিৎ, ছেলে নাকি মেয়ে কী হল সুপারস্টারের ঘরে?

Updated on:

Tollywood actor Jeet welcomed his second child shared a happy post

টলিউডের (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet) নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখতেই ভালোবাসেন। অভিনেতার স্ত্রী মোহনা (Mohona Madnani)এবং কন্যা নবন্যাকেও খুব একটা ক্যামেরাবন্দি হতে দেখা যায় না। লাইমলাইট থেকে দূরে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন তাঁরা। এবার সেই জিতের সংসারেই এল নতুন সদস্য। দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জিৎ ঘোষণা করেন, ফের মা হতে চলেছেন স্ত্রী মোহনা। অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের পাশাপাশি প্রেগন্যান্সি শ্যুটে দেখা গিয়েছিল জিৎ এবং কন্যা নবন্যাকেও (Navanya Madnani)। এরপর থেকেই খুদে অতিথির অপেক্ষায় দিন গুনছিলেন অভিনেতার অনুরাগীরা। অবশেষে চলে এল সেই দিন।

Jeet Tollywood actor, Jeet wife Mohna Madnani pregnant, Jeet second baby

দুর্গাপুজোর আবহে সন্তান জন্মের সুখবর দিয়ে অনুরাগীদের আনন্দ দ্বিগুণ করে দিলেন টলি অভিনেতা। দ্বিতীয়ায় জিৎ ঘোষণা করেন, দ্বিতীয় সন্তানের (Second Child) বাবা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ‘চেঙ্গিজ’ অভিনেতা লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতার সঙ্গে জানাই, এই সুন্দর দুনিয়ায় আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছি। আমাদের প্রার্থনায় রাখবেন। ভালোবাসায় নবন্যা, মোহনা এবং জিৎ’।

আরও পড়ুনঃ ডিভোর্সের আগে ফলাচ্ছে স্বামীর অধিকার! জিষ্ণুর গায়ে হাত তুলতেই নীলের বিরুদ্ধে ফুঁসে উঠল মেঘ

Jeet became father of baby boy

আরও পড়ুনঃ সৌমিত্র ফুটিয়ে তুলতে পারেননি, আমি থাকলে ‘ঘরে বাইরে’ হিট হতো! জন্মদিনে বিস্ফোরক ভিক্টর ব্যানার্জি

প্রসঙ্গত, ২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুপারস্টার জিৎ। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের ঘর আলো করে আসে মেয়ে নবন্যা। মেয়ের জন্মের প্রায় ১১ বছরের মাথায় দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা। এবার ছেলের মুখ দেখলেন তিনি। সোমবার দ্বিতীয় সন্তান জন্মের সুখবর দেওয়ার পর থেকেই শুভেচ্ছা-বন্যায় ভাসছেন জিৎ। অভিনেতাকে ভালোবাসায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রির সতীর্থ এবং অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

টলি সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেমন জিতের পোস্টে কমেন্ট করেছেন, ‘শুভেচ্ছা জানাই। আমি আগেই বলেছিলাম’। জিতের মতো শুভশ্রীও শীঘ্রই দ্বিতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন। চলতি বছরই ফের মা হবেন রাজ-ঘরণী। প্রোমোশন হবে ছোট্ট ইউভানের। আপাতত খুদে সদস্যের অপেক্ষাতেই দিন কাটছে চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥