• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্সের আগে ফলাচ্ছে স্বামীর অধিকার! জিষ্ণুর গায়ে হাত তুলতেই নীলের বিরুদ্ধে ফুঁসে উঠল মেঘ

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul) সিরিয়াল থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছেন না বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীরা।দর্শকমহলে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে জি বাংলা এই চর্চিত সিরিয়ালটি। সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় গেম শো দাদাগিরি। যার ফলে আচমকাই বদলে দেওয়া হয়েছিল এই সিরিয়ালের সম্প্রচারের সময়। সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে চার দিন ইচ্ছপুতুল সম্প্রচারিত হওয়ায় জোরালো প্রতিবাদ করেছিলেন এই সিরিয়ালের ভক্তরা।

দর্শকদের দাবিতে মেনে ঘোষণা করা হল ইচ্ছেপুতুল সম্প্রচারের নতুন সময়। তাই সপ্তাহে আগের মতই ৫ দিন সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। তবে বদলে যাচ্ছে সম্প্রচারের সময়। এবার থেকে রাত সাড়ে নটার পরিবর্তে সন্ধ্যা ছ’টা থেকে সম্প্রচারিত হবে ইচ্ছে পুতুল। তবে দর্শকদের দাবিকে গুরুত্ব দেওয়ায় সিরিয়ালের অনুরাগীরা দারুন খুশি।

   

Icche Putul, Icche Putul Megh and Souroneel

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কলেজে টপ করেছে ইংরেজি বিভাগের মেঘ (Megh)।  তাই তাকে পুরস্কৃত করতে কলেজে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজকের পর্বেই দেখা যাবে সেখানে এদিন মেঘ মঞ্চে উঠে একে একে সবাইকে ধন্যবাদ জানালেও একবারের জন্যও নাম নেয়নি নীলের (Neel)।

আরও পড়ুনঃ রাধিকা অতীত! পোখরাজের খোলস ছেড়ে দেবশ্রীর সাথে পর্দায় ফিরছেন সপ্তর্ষি

সেই সাথে এদিন মেঘ সবাইকে মনে করিয়ে দেয় এক বছর আগে তার বিরুদ্ধেই পরীক্ষার খাতায় টুকলি করার অভিযোগ আনা হয়েছিল।  অনেক অপমান করা হয়েছিল তাকে। যদিও সেটা অন্য কারও চক্রান্ত ছিল। সেই সাথে মেঘ এদিন সবাইকে মনে করিয়ে সেই খারাপ সময়ে তার অনেক কাছের মানুষও তাকে ভুল বুঝেছিল কিন্তু সেই সময় তার পাশে শুধু ছিল তার বন্ধুরা।

আরও পড়ুনঃ টাকা নয় দর্শকদের ভালোবাসাটাই থেকে যাবে, বাস্তবেও সবার মন জিতলেন ‘ইচ্ছে পুতুল’র মেঘ তিতিক্ষা

Iccheputul serial Neel's bad behaviour with Jishnu infront of college students

এরপরেই দেখা যায় কলেজের জিষ্ণুকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে নীল। তখনই ময়ূরীকে মেঘের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। তখন নীল গিয়ে চড়াও হয় জিষ্ণুর ওপর। সকলের সামনেই জিষ্ণুর গায়ে হাত তোলে নীল। আর চিৎকার করে বলতে শুরু করে ‘একজন বিবাহিত মেয়ের আশেপাশে ঘুরঘুর লজ্জা করে না? মেঘ এখনও আমার  স্ত্রী, আর মেঘের উপর শুধুমাত্র আমার  অধিকার আছে’।

এসব শুনে জিষ্ণু অপ্রস্তুত হয়ে পড়ে। তখনই চিৎকার শুনে আর ভিড় দেখে সেখানে এসে পড়ে মেঘ। আর সেখানে এসে মেঘ সবাইকে সত্যিটা জানিয়ে স্পষ্ট করে বলে দেয় ‘সবার কিছু ভুল ধারণা রয়েছে। আজ সেটা ভেঙে দিই। প্রফেসর সৌরনীল গাঙ্গুলীর সঙ্গে আমার এক সময় বিয়ে হয়েছিল ইটা যেমন সত্যি তেমনি আমাদের ডিভোর্স হতে চলেছে এটাও আর একটা সত্যি।’