• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি সংস্কৃতির অপমান! গর্ভবতী স্ত্রীয়ের পেট দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে সুপারস্টার জিৎ

Updated on:

Tollywood actor Jeet trolled for sharing wife Mohna Madnani’s pregnancy photos

টলিউড সুপারস্টার জিৎ (Jeet) -এর পরিবারে এখন খুশির হাওয়া বইছে। শীঘ্রই খুদে সদস্য আসতে চলেছে অভিনেতার সংসারে। মেয়ের জন্মের প্রায় ১১ বছরের মাথায় ফের মা হতে চলেছেন অভিনেতার স্ত্রী মোহনা মদনানি (Mohna Madnani)। তবে এই খুশির আবহেই নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন জিৎ। গর্ভবতী স্ত্রীয়ের উন্মুক্ত পেটের ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

জিৎ এমন একজন অভিনেতা যিনি বরাবর নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রেখেছেন। অভিনেতার মা-বাবা থেকে শুরু করে স্ত্রী-কন্যা, প্রত্যেকেই লাইমলাইট থেকে দূরে থাকেন। তাঁদের এই ছিমছাম জীবনযাপন ভীষণ পছন্দ অনুরাগীদের। এহেন জিৎ এবার স্ত্রীয়ের উন্মুক্ত বেবি বাম্পের (Baby Bump) ছবি পোস্ট করায় বেজায় চটেছেন নেটাগরিকদের একাংশ।

Jeet Tollywood actor, Jeet wife Mohna Madnani pregnant, Jeet second baby

বুধবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের মাতৃত্বকালীন ফটোশ্যুটের বেশ কিছু ছবি শেয়ার করে প্রেগন্যান্সির সুখবর দেন জিৎ। সেখানে অবশ্য মোহনা একা ছিলেন না, তাঁর সঙ্গে জিৎ এবং তাঁদের কন্যা নবন্যাকেও দেখা গিয়েছে। সেই ফটোশ্যুটে অনাবৃত রাখা হয়েছিল মোহনার বেবি বাম্প। আর তা দেখেই চটে গিয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ গর্ভে সন্তান নিয়েই চলছে কসরত, জিমে শুভশ্রীকে দেখে ‘শো অফ’ বলে কটাক্ষ নেটিজেনদের

টলি অভিনেতা এই ছবিগুলি শেয়ার করার পর নেটিজেনদের একাংশ একেবারে ‘রে রে’ করে তেড়ে আসে তাঁর দিকে। কেউ লিখেছেন, ‘অসভ্যের মতো আচরণ করছেন জিৎ। ওনার থেকে এসব আশা করা যায় যায়’। কেউ আবার অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘এবার আপনার ফলোয়ার বাড়ে নাকি কমে সেটাই দেখার’। একজন তো আবার জিতের বিরুদ্ধে সরাসরি বাঙালি সংস্কৃতির অপমানের অভিযোগ এনে লিখেছেন, ‘বাঙালিদের আচরণ এমন নয়। বাঙালিরা এমন কাজ করে না’।

আরও পড়ুনঃ একেরপর এক ছবি ফ্লপ! পেটের দায়ে বাড়ি ভাড়া দিলেন সালমান খান, দক্ষিণা কত জানেন?

Jeet Tollywood actor, Jeet wife Mohna Madnani pregnant, Jeet second baby

সোশ্যাল মিডিয়ায় মোহনার উন্মুক্ত বেবি বাম্প নিয়ে জোর চর্চা চললেও জিৎ এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, জিৎ টলিউডের একমাত্র নায়ক যিনি খ্যাতির শীর্ষে থাকলেও লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন। অভিনেতার স্ত্রীও বিনোদন জগতের মানুষ নন। কাজের থেকে একটু ছুটি পেলেই পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥