• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেরপর এক ছবি ফ্লপ! পেটের দায়ে বাড়ি ভাড়া দিলেন সালমান খান, দক্ষিণা কত জানেন?

Published on:

Bollywood actor Salman Khan rents his Santacruz property

বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) কেরিয়ারে ‘হিটের’ দেখা নেই বেশ অনেকটা সময় হয়ে গেল। ভাইজানের একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘রাধে’, ‘অন্তিম’র পর ব্যর্থ হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ও। ব্যাক টু ব্যাক ফ্লপের পর অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি সলমনের দিন ফুরিয়ে এল? কেরিয়ার নিয়ে এই প্রশ্নচিহ্ন দেখা দিতেই এবার বাড়ি ভাড়ার (Rent) মাধ্যমে আয়ের পথ বেছে নিলেন অভিনেতা।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) বহু তারকা বাড়ি ভাড়া দিয়ে মোটা টাকা আয় করেন। এবার সেই রাস্তায় হাঁটলেন সলমনও। না, নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ভাড়া দেননি অভিনেতা। বরং সান্তাক্রুজ এলাকায় অভিনেতার যে চারতলা একটি প্রপার্টি (Santacruz Property) রয়েছে সেটাই ভাড়া দিয়েছেন তিনি। ২০১২ সালে প্রায় ১২০ কোটি টাকা দিয়ে এই কমার্শিয়াল স্পেস কিনেছিলেন ভাইজান।

Salman Khan house, Bollywood stars electricity bill, Salman Khan rent his Santacruz property

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফুড চেন রিটেল কিশোর বিরিয়ানি ফিউচার গ্রুপের সঙ্গে এই জায়গার চুক্তি করেছিলেন সলমনের বাবা সেলিম খান। সেই কন্ট্র্যাক্ট ৫ বছরের জন্য ছিল। প্রত্যেক মাসে প্রায় ৮০ লাখ টাকা করে ভাড়া দিতে হতো সংশ্লিষ্ট সংস্থাকে। পরবর্তী কালে তা বাড়তে বাড়তে গিয়ে দাঁড়ায় প্রায় ৯৪ লাখ টাকায়।

আরও পড়ুনঃ গর্ভে সন্তান নিয়েই চলছে কসরত, জিমে শুভশ্রীকে দেখে ‘শো অফ’ বলে কটাক্ষ নেটিজেনদের

তবে সম্প্রতি শোনা যায়, কিশোর বিরিয়ানি ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করতে চান সলমন। কারণ ভাড়া বাকি পড়ে গিয়েছিল তাঁদের। এই নিয়ে মামলাও হয়েছিল। যার রায় আসে ভাইজানের পক্ষে। এবার সান্তাক্রুজের সেই সম্পত্তির জন্য নতুন ভাড়াটে পেয়ে গিয়েছেন সলমন। সেই সঙ্গেই বাড়িয়ে দিয়েছেন ভাড়ার অঙ্কটাও।

আরও পড়ুনঃ মা হচ্ছে জগদ্ধাত্রী! এতদিনে অ্যাকশন ছেড়ে রোম্যান্স, সুখবর পেতেই উচ্ছসিত দর্শকেরা

Salman Khan, Salman Khan rents his Santacriz property

জানা গিয়েছে, ভাইজান এবার ল্যান্ডক্রাফট রিটেলকে নিজের সম্পত্তি ভাড়া দেবেন। প্রত্যেক মাসে ভাড়া স্বরূপ ১ কোটি টাকা পাবেন তিনি। অর্থাৎ আগে যা ভাড়া পেতেন তার থেকে প্রায় ৬ লাখ টাকা বেশি পাবেন অভিনেতা।

ভাইজানের আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, অভিনেতাকে এরপর ‘টাইগার ৩’তে দেখা যাবে। ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরবর্তী পার্ট এটি। এই ছবিতেও ভাইজানের বিপরীতে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে। ব্যাক টু ব্যাক ফ্লপের পর এই ছবির হাত ধরে সলমনের ভাগ্যের চাকা ঘোরে কিনা সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥